Home » দুঃসংবাদ ফুটবল জগতে।অনিশ্চিত হয়ে পড়ল মেসির খেলা

দুঃসংবাদ ফুটবল জগতে।অনিশ্চিত হয়ে পড়ল মেসির খেলা

পুরুন্দর চক্রবর্তীঃ দুঃসংবাদ ফুটবল জগতে।অনিশ্চিত হয়ে পড়ল মেসির খেলা।আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা তারকা ফুটবলার মেসি করোনাভাইরাস আক্রান্ত। এদিনই শিল্পী ফুটবলারের ক্লাবের
তরফে জানানো হয়েছে করোনা আক্রান্ত লিওনেল মেসি।সুস্থ হয়ে ফুটবলে কবে আবার ফিরবেন বলা অনিশ্চিত।লিওনেল মেসি করোনা আক্রান্ত। এর আগে গত বছর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন
বিশ্ব ফুটবলের আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।এবার বিশ্ব অতিমারীর ভাইরাসের হাত থেকে রক্ষা পেলেন না আধুনিক ফুটবলের জাদুকর লিওনেল মেসিও । পিএসজি স্ট্রাইকারের কোভিড
পরীক্ষা করা হয়েছিল সেই রিপোর্ট পজিটিভ আসে। তবে শুধুমাত্র মেসি একাই নন, জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং নাথান বিটুমাজালাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত দলের
ফুটবলারদের আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মেসি।তাঁর ক্লাব প্যারিস সাঁ জরমঁ থেকে বিবৃতি দিয়ে জানানো হল, মেসির পাশাপাশি আরও তিন ফুটবলার করোনা
আক্রান্ত। পিএসজি তরফে জানানো হয়েছে আক্রান্তরা হলেন বেরনাট, সার্জিয়ো রিকো এবং নাথান বিটুমাজালা। সোমবার ফরাসি কাপে পিএসজি-র খেলা রয়েছে।আক্রান্ত চার ফুটবলার ছাড়াও পিএসজি
দলের আরও এক সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর নাম এখনও জানানো হয়নি। শনিবার রাতেই তাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেই সময় পিএসজি-র তরফে কারও নাম বলা
হয়নি। রবিবার জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার।এই মরসুমেই ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দেন মেসি। সোমবার পিএসজি-র খেলা রয়েছে
ফরাসি কাপে। তৃতীয় ডিভিশনের দল ভানেসের বিরুদ্ধে খেলার কথা তাদের। সেই ম্যাচ আদৌ হবে কিনা নিশ্চিত নয়। স্বাভাবিকভাবেই মেসির আক্রান্ত হওয়ার খবরে মেসি প্রেমীদের মধ্যে নেমে
এসেছে হতাশার মেঘ।

About Post Author