ধীরাজ কুমার দাসঃ ফের করোনার জন্য বন্ধ হয়ে গেল দর্শনার্থীদের বেলুড় মঠে প্রবেশ।এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বেলুড় মঠের দরজা। গত ১ জানুয়ারি অনিবার্য কারনবশত মন্দির চত্ত্বরে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল, মন্দির কর্তৃপক্ষ ।আপাতত সেই নির্দেশনাই বহাল রাখল রাজ্য সরকার।
দেশ জুড়ে ফের করোনার তান্ডব শুরু হয়েছে। যার জেরে দিন দিন বেড়েই চলেছে করোনার সঙ্ক্রমণ।বিশেষজ্ঞদের মতে, করোনার তৃতীয় ঢেউ দরজায় কড়া নাড়াচ্ছে।পাশাপাশি বাড়তি চিন্তা যোগাচ্ছে করোনার নয়া স্ট্রেন ‘ওমিক্রন’।
রাজ্যে কোভিডের বারবারন্তের জেরে, ২ জানুয়ারি, প্রেস কনফারেন্সের মাধ্যমে রাজ্য জুড়ে আংশিক লকডাউনের কথা ঘোষণা করেন, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হরেকৃষ্ণ ত্রিবেদী। রাজ্য সরকারের তরফ থেকে, স্কুল-কলেজ বন্ধ রাখার পাশাপাশি ধর্মীয়স্থানগুলিতে প্রবেশের বিষয়েও বিধিনিষেধ জারি কড়া হয়েছে।
সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি হওয়ার পরই, বেলুড় মঠ কতৃপক্ষের তরফ থেকে অনিবার্য কারন বশত, অনির্দিষ্টকলের জন্য মন্দির প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।এর আগে ১লা জানুয়ারি মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলে, বলা হয়েছিল ৫ জানুয়ারি খোলা হতে পারে মন্দিরের দরজা। কিন্ত রাজ্য সরকারের নির্দেশনা আসার পরই, মঠ কর্তৃপক্ষ তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ৫ তারিখ মঠ খুলছেনা। বরং, কবে মঠ খুলতে পারে সে বিষয়টিও স্পষ্ট নয়।
বেলুড় মঠ বন্ধ হলেও, বন্ধ হচ্ছেনা তারাপীঠের মায়ের মন্দির।পর্যাপ্ত সতর্কতা নিয়ে, মাস্ক-স্যানিটাইজার সহ ভক্তরা প্রবেশ করতে পারবে মায়ের মন্দিরে।কোভিড বিধি মেনে মন্দির চত্ত্বরের নিরাপত্তা বাড়ানো হবে বলে, জানানো হয়েছে।
ধর্মীয়স্থানগুলির পাশাপাশি, পর্যটকস্থানগুলিতে সতর্কতা বাড়াচ্ছে প্রশাসন।ইতিমধ্যেই, দিঘায় মাইকিং শুরু করে দিয়েছে, পুলিশ।জানাগেছে, দিঘায় উপস্থিত সকল পর্যটকদের ফেরত পাঠানোরও ব্যবস্থা করছে প্রশাসন। সুন্দরবন অঞ্চচলেও ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
More Stories
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফুলচাষে ফুলেফেঁপে উঠছেন পূর্বস্থলীর পুষ্প-ব্যবসায়ীরা
ষাঁড়ের গুঁতোয় প্রাণ গেল মার্কসবাদী নেতার