Home » বনভোজনের মাঝেই করোনার সতর্ক বার্তা প্রশাসনের

বনভোজনের মাঝেই করোনার সতর্ক বার্তা প্রশাসনের

somoi kolkata webdesk: শীত মানেই পিকনিকের মরশুম।স্বভাবতই, এ রাজ্যের বিভিন্নস্থানে দেখা যাচ্ছে মানুষের মধ্যে পিকনিক করার ঢল।অপরদিকে, দেশের পাশাপাশি রাজ্য জুড়ে করোনার বাড়বাড়ন্ত চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যমহলের।বিভিন্ন জায়গায় এমন উদাসীন মানুষ দেখা যাচ্ছে, যারা কোভিডকে তোয়াক্কা না করে, মাস্ক ছাড়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।এইধরনের, মানুষদের হাতেনাতে ধরার জন্য, অভিযান চালানো হয় শিলিগুড়ি সদর মহকুমা শাসকের নেতৃত্বে।

গত ২রা জানুয়ারি,শিলিগুড়ি মহকুমা শাসক সুদীপ পালের নেতৃত্বে ওই মহকুমার বিভিন্ন পিকনিক স্পটগুলিতে অভিযান চালাতে দেখা যায়।এদিন তিনি স্থানে গিয়ে যারা মাস্ক পরেনি তাদের ধরপাকড় করা হয় বলে, জানাগেছে।পাশাপাশি, উপস্থিত মানুষদের মধ্যে করোনার বিরুদ্ধে সচেতন করা হয়।

রাজ্যে করোনার চোখরাঙ্গানির জেরে, ইতিমধ্যেই, আংশিক লকডাউনের নির্দেশিকা জারি করা হয়েছে, নবান্নের তরফ থেকে। ফলে করোনার ভয়াবহতার কথা মাথায় রেখেই, স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে মানুষের মধ্যে সচেতনতা ছড়ানোর উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন।

এছাড়াও, সদর মহকুমা শাসক সুদীপ পাল  যেকোন ধরনের মাইক ডিজে সাউন্ড সিস্টেম,বন্ধ রাখার নিদের্শ দেন । পাশাপাশি, মহকুমাবাসীকে মাস্ক পরার সঙ্গে সঙ্গে সরকারী নির্দেশ পালন করতে নির্দেশ দেন।এভাবেই বনভোজনের মরশুমে কড়া নজরদারির বার্তা প্রশাসনের।

 

About Post Author