Home » বসিরহাটের মিনাখাঁয় গণধর্ষনে গ্রেপ্তার ছয়

বসিরহাটের মিনাখাঁয় গণধর্ষনে গ্রেপ্তার ছয়

বসিরহাটের মিনাখাঁয় গণধর্ষনে গ্রেপ্তার হল ছয় অভিযুক্ত। ধৃত তিনজনের মধ্যে সালাম সরদার হাবিবুর মোল্লা শরিফুল গাজী এই তিনজনের বাড়ি মিনাখা থানার কুমার্জল এলাকায়। বাকি তিনজনের নাম সুরজিৎ মন্ডল বাকিবিল্লাহ তরফদার ও রাকিবুল ইসলাম।অভিযুক্তদের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।

উল্লেখ্য  গত শনিবার দক্ষিণ ২৪, পরগনা ভাঙ্গড় থানার ঘটকপুকুর এলাকা থেকে ৩৫ জনের একটি দল পিকনিক করতে টাকি পর্যটন কেন্দ্রে এসেছিলো। রাত্রিবেলা বাড়ি ফেরার পথে তাদের গাড়ি বাসন্তী হাইওয়ে বামন পুকুরে যানজটে আটকে যায়। সেই সময় চারচাকা গাড়ি করে বেশ কয়েক জন দুষ্কৃতী এসে প্রথমে পিকনিকের গাড়ির চালককে মারধর করে। প্রতিবাদ করলে পর্যটক ও তাদের মধ্যে বচসা ও  উভয়পক্ষের মধ্যে গন্ডগোল ও মারধর  শুরু হয়। এই ঘটনায় কিছু দুষ্কৃতী লোহার রড, ভোজালি, বাঁশ দিয়ে হামলা চালায়।অভিযোগ এই বচসার মাঝেই পিকনিকের গাড়িতে থাকা বছর ২৮ এর এক গৃহবধূকে গাড়ির মধ্যেই গণ ধর্ষণ করে ওই দুষ্কৃতীদের কয়েকজন। ঘটনাটি ঘটেছে উওর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার মিনাখা থানার বামনপুকুর বাসন্তী হাইওয়ের ধারে। ঘটনা ঘটার ৬ ঘণ্টার মধ্যে ৬ দুষ্কৃতীকে রবিবার ভোর রাতে মিনাখা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে ।

 

 

About Post Author