মালদা;তনুজ জৈন- বাংলায় ভুয়ো আধিকারিক সেজে তোলাবাজির অভিযোগ ভিনরাজ্যের চার যুবকের বিরুদ্ধে।কসবার পর, এবার মালদায় খোঁজ পাওয়া গেল ভুয়ো আধিকারিকের। মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত খোপাকাঠি চিকনা মোড়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।অভিযোগ,চারজন যুবক নিজেদের গাড়িতে মানবাধিকার কমিশনের স্টিকার লাগিয়ে তোলাবাজি করছিল।স্থানীয় সূত্রে খবর, নিজেদের আধিকারিক পরিচয় দিয়ে, মাঝরাতে তারা পণ্যবোঝাই লরি থেকে টাকা আদায় করছিল।অবৈধভাবে টাকা তুলতে দেখে ওই যুবকদের ওপর সন্দেহ হয় এলাকাবাসীদের।গ্রামবাসীরা ঘটনাস্থলে গেলে, তিনজন গাড়ি নিয়ে চম্পট দেয়। তবে একজন কে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম সুমিত কুমার। পুলিশ সূত্রে জানা গেছে, ওই চার যুবক বিহারের বাসিন্দা।
খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন। তিনি বলেন,” আমি সকাল বেলা খবর পাই এই ধরনের ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন ধরেই বিহার থেকে এসে তারা এই কুকর্ম চালাচ্ছিল। গ্রামবাসীদের সচেতনতায় একজন ধরা পড়েছে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে তারা কঠোর ভাবে নজর দেয়।”
মূলত ঘটনার সূত্রপাত রাত্রি দুটোর সময়। এই এলাকা দিয়ে প্রায় প্রতিদিনই অনেক ইরিগেশন বিভাগের ছায় বোঝায় লরি যাতায়াত করে। প্রায় প্রত্যেকদিনের মতোই ওই চারজন যুবক আধিকারিকের পরিচয় নিয়ে এলাকায় ঢুকে অবৈধ ভাবে টাকা তোলে। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তারা পাকড়াও করে একজন যুবককে। বাদ বাকি তিনজন গাড়ি নিয়ে চম্পট দেয়। পলাতকদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।
এরআগেও, বিধানসভা ভোটের সময়, কসবা এলাকায় ভূয়ো আধিকারিক সেজে, নীলবাতির গাড়ি নিয়ে ঘোরার অভিযোগে গ্রেপ্তার হয় দেবাঞ্জন দেব। এরপরেও রাজ্যের বিভিন্ন এলাকা থেকে একাধিক ভূয়ো আধিকারিকের ঘটনা সামনে এসেছে।বারবার এমন ভূয়ো আধিকারিকের উত্থানে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারন মানুষের নিরাপত্তা নিয়ে।
More Stories
শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে আজ থেকেই মেনে চলুন এই টিপস
কেবল জিনিয়াসরা পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে
শহরজুড়ে পারদ পতন, জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট