অমলেন্দু মন্ডল, বীরভূমঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে রামপুরহাট ভাড়শালা মোড়ে । মৃত যুবকের নাম মধুসূদন দাস বয়স ৪০। বাড়ি বীরভূমের নলহাটী থানার মেহেগ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায় বাইক আরোহী মধুসূদন দাস মল্লারপুর মুখে যাচ্ছিলেন। একই দিকে বেসরকারি একটি বাস ও যাচ্ছিল । কোন কারণে বাসের সংস্পর্শে এসে বাইক আরোহী বাসের চাকার তলায় চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় রামপুরহাট থানার পুলিশ।
More Stories
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফের ট্রেন দুর্ঘটনা! লরির সঙ্গে সংঘর্ষ উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেসের
ষাঁড়ের গুঁতোয় প্রাণ গেল মার্কসবাদী নেতার