(Weather )সময় কলকাতা ডেস্ক:পৌষ মাস শেষ হবে 14 ই জানুয়ারি। পৌষ মাসে এমনিতেই শীত পড়ে প্রতিবছর। মাঝে কয়েকটা বছর পৌষের শীত অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। কিন্তু চলতি বছরে পৌষের শীত অনেকটাই জাঁকিয়ে বসেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মূলত উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সর্তক বার্তা জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষে বাড়তে পারে তাপমাত্রা। বুধবার সকাল থেকে কলকাতা হালকা কুয়াশার চাদরে আচ্ছাদিত রয়েছে। সকাল সাড়ে 11 টা পর্যন্ত ময়দান চত্বর এবং গঙ্গার তীরবর্তী অঞ্চলে ও ছিল ঘন কুয়াশা।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি কম ,গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.9 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্প এদিনই সর্বোচ্চ। জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 99%।
*দেশের আবহাওয়া*
বিগত তিনদিন ধরে একটি পশ্চিমী ঝঞ্জা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতে। রাজস্থানের মরু অঞ্চলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার আরেকটি পশ্চিমী ঝঞ্জা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের। এর প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।
*ঝঞ্ঝার প্রভাব*
পশ্চিমী ঝঞ্জা পাশাপাশি রাজস্থানের ঘূর্ণাবর্ত, উত্তর-পশ্চিম ভারতে বৃহস্পতিবার ঢুকে পড়া পশ্চিমী ঝঞ্জার প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতে। এর প্রভাবে জম্বু কাশ্মীর ,লাদাখ, হিমাচল প্রদেশ ,উত্তরাখণ্ডে বৃষ্টিও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাবে। এই মুহূর্তে রাজস্থানে অবস্থান করা ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে রাজস্থান ,গুজরাট সংলগ্ন এলাকায়, সেখানে প্রবল বৃষ্টিপাতে আশঙ্কা রয়েছে।
শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ ,উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় যেমন তুষারপাতের সম্ভাবনা রয়েছে তেমনি রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা ,চন্ডিগড়, দিল্লি ছাড়াও উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের একাংশে। বিহারের তাপমাত্রা কমতে পারে। আগামী 24 ঘন্টা প্রবল শীতে কাঁপতে চলেছে বিহার। ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চল। আসাম ,মেঘালয় সহ আরো কিছু রাজ্যে ঘন কুয়াশার প্রভাব পড়তে পারে।পাশাপাশি আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বিহার, উড়িষ্যা ,ঝাড়খন্ড ,পশ্চিমবঙ্গে আগামী দুদিন ঘন কুয়াশার থাকতে পারে। সপ্তাহের শেষে রাজ্যের তাপমাত্রা 4 ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
More Stories
কেবল জিনিয়াসরা পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে
শহরজুড়ে পারদ পতন, জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট
জম্মুতে এবছর সন্ত্রাসবাদের বলি ৪৬