Home » আচমকায় গাড়িতে আগুন লাগার জেরে আতঙ্কিত স্থানীয়রা

আচমকায় গাড়িতে আগুন লাগার জেরে আতঙ্কিত স্থানীয়রা

সময়কলকাতা ওয়েবডেস্কঃ- গাড়িতে আচমকায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ঠাকুরনগর রেলক্রসিংয়ের কাছে। শনিবার, রেলক্রসিংয়ের কাছে একটি ট্রাকে হঠাৎই আগুন লেগে যায় বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, ট্রাকটির চালক গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে, পাশের এক দোকানে গিয়েছিলেন।তারপরই হঠাৎই চালক দেখতে পান গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে । এরপরই আচমকাই গাড়িটিতে আগুন ধরে যায়।

গাড়িতে আগুন লাগা দেখেই আতঙ্কিত হয়ে যান স্থানীয়রা। এরপর তারা দমকলে খবর দেন, দমকল কর্মীরা ঘটনাস্থলে  পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। যদিও আগুন লাগার প্রকৃত কারন এখনও স্পষ্ট নয়।তবে গাড়ির মালিকের প্রাথমিক ধারনা, ব্যাটারিতে আগুন লাগার ফলেই গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

About Post Author