সময় কলকাতা ডেস্ক : সে অনেককাল আগের কথা।শোনা যায়, তখন হাটে-বাজারে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়লে শাস্তি হিসেবে চোরকে নাকি মাথার চুল কামিয়ে ন্যাড়া করে দেওয়া হত কিংবা মাথার অর্ধেক চুল কামিয়ে দেওয়া হত। তাই বলে পয়সা দিয়ে তো কেউ আর সেলুনে মাথার অর্ধেক চুল কাটাতে যান না, বা যাবেনও না। কিন্তু ধরুন, সেলুনে পয়সা দিলেন কিন্তু আপনার মাথার চুল অর্ধেক কাটা হল, তখন…ঠিক সেরকমই ঘটনার চিত্র ধরা পড়ল জলপাইগুড়ির একটি সেলুনে।
সরকারি নির্দেশ অমান্য করে সেলুন খোলা রেখে গ্রাহকদের চুল কাটতে গিয়ে বিপাকে পড়লেন এক সেলুন মালিক। পুলিশ অভিযান চালিয়ে বন্ধ করে দেয় সেলুনটি। ফলে অর্ধেক চুল কাটা অবস্থায় বাড়ি ফিরে যেতে হল চুল কাটাতে আসা ৬-৭ জন গ্রাহককে।
করোনা পরিস্থিতির জন্য সরকারি নির্দেশ ছিল রাজ্যের কোনও সেলুুুন খোলা রাখা যাবে না। যদিও এখন আবার রাত দশটা পর্যন্ত সেলুন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।কিন্তু আগের সেই নির্দেশ অনুযায়ী শুক্রবার কোভিড বিধি অমান্য করে জলপাইগুড়ির একটি সেলুন খুলে রেখে খোশ মেজাজেই গ্রাহকদের চুল কাটছিলেন সেলুন মালিক। এতেই বিপাকে পড়েন সেলুন মালিক ও সেলুনে চুল কাটতে আসা বেশ কয়েকজন। আচমকা পুলিশি হানার জন্য অর্ধেক চুল কাটা অবস্থায় বাড়ি ফিরে যেতে হল তাদের। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ২৫ নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি এলাকায়। জলপাইগুড়ি কোতোয়ালী থানার সাদা পোশাকের পুলিশের অভিযানের পর সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সেলুনটি। যাদের অর্ধেক চুল কাটা হয়েছে এমন পরিস্থিতিতে কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা।
কেউ কেউ তো মজা করে বলছেন এবার লুকিয়ে সেলুন খোলা রাখতে সেলুন মালিক নয়, পুলিশের ওপর নজরদারি চালাবেন ওই ৬/৭ জন ব্যক্তি যাতে বাকি অর্ধেক চুল কাটিয়ে নেওয়া যায় নচেৎ কেউ যদি সাইকেল চোর ভেবে ভুল করে বসেন!
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
ঘুষ নেওয়া বন্ধ করুন নইলে ভিক্ষা করুন, বিএলআরও আধিকারিককে চামড়া তুলে দেওয়ার হুমকি বিজেপি নেতৃত্বের
Road Accident: পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ দুর্ঘটনা , চারচাকা গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু