Home » বন্ধ ৪০০ বছরের প্রাচীন জয়দেব বাউল মেলা, প্রথা অনুযায়ী পুণ্যস্নান করতে পারবেন পুণ্যর্থীরা

বন্ধ ৪০০ বছরের প্রাচীন জয়দেব বাউল মেলা, প্রথা অনুযায়ী পুণ্যস্নান করতে পারবেন পুণ্যর্থীরা

মকর সংক্রান্তিতে জয়দেব বাউল মেলা অনুষ্টিত হচ্ছে না ,আজয় নদে মকর স্নান করতে পারবেন পূর্ণর্থীরা । এবারও হচ্ছে না ঐতিহ্যবাহী জয়দেব মেলা৷ প্রায় ৪০০ বছরের প্রাচীন মেলা কোভিড পরিস্থিতির জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ যদিও, মকরসংক্রান্তির দিন প্রথা অনুযায়ী পুণ্যস্নান করতে পারবেন পুণ্যর্থীরা৷

১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের তীরে রাধা-বিনোদ মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে আছে৷ মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত আছে পৌরাণিক কাহিনীসমূহ। বিদেশি বাউলদেরও দেখা যায় এই মেলায়। প্রায় ৪০০ বছরের প্রাচীন জয়দেব মেলা এবারও বন্ধ৷ ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য অনুষ্টিত হয়নি মেলা। তবে পুণ্যস্নানের ব্যবস্থা ছিল৷
একই ভাবে এবারও অজয় নদে পূর্ণ্যস্নান করতে পারবেন পুণ্যার্থীরা৷ ইতিমধ্যেই, তারই প্রস্তুতি নিতে শুরু করেছে বীরভূম প্রশাসন। কোভিড বিধি মেনে ঘাট নির্মাণ, অস্থায়ী শৌচালয় প্রভৃতি করা হবে৷ এখনও পর্যন্ত এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ জানান বোলপুরে শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১১৭। সেই কথা মাথা রেখে এবং রাজ্যের মুখ্য সচিবের নির্দেশ অনুযায়ী কোভিড বিধি মেনে  এবারও হচ্ছে না জয়দেব মেলা। তবে স্নানের ব্যবস্থা করা হবে৷ যার জন্য অজয় নদের স্নানের ঘাট গুলি ও তার পার্শ্ববর্তী এলাকা সংস্কারের কাজ করা হচ্ছে।আপাতত কোন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এমনটাই ঠিক হয়ে রয়েছে। কোভিড বিধি মেনেই সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে।”

About Post Author