ক্রমশ ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। আর তার মধ্যেই আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই হাইকোর্টের তরফে গঙ্গাসাগর মেলা নিয়ে জারি হয়েছে বেশ কিছু নিষেধাঞ্জা। এই করোনা পরিস্থিতিতে বন্ধ হয়েছে বিভিন্ন তীর্থ ক্ষেত্র ও মেলা। কিন্তু গঙ্গাসাগর মেলা নিয়ে শনিবার প্রাতঃভ্রমনে এসে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে তিনি বলেন, “বলেছিলাম বিশেষজ্ঞের মতামত নেওয়া উচিত। এক বছর মেলা বন্ধ থাকলে কিছু হবে না। কিন্তু সংক্রমণ হলে সেটা ভয়ঙ্কর। কোভিড সার্টিফিকেট দেখা উচিত মেলায় ঢোকার ক্ষেত্রে। চেকিংটা মাস্ট করা উচিত।”
এদিকে মেলা শুরুর আগেই জেলার কোভিড পরিস্থিতি নিয়ে শনিবার বৈঠকে বসতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সুত্রের খবর,শনিবার দুপুর ১২ টা নাগাদ আলিপুরে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, জেলা পরিষদের সচিব, সভাধিপতি, অতিরিক্ত জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ সুপার সহ অন্যান্য সরকারি আধিকারিক।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনায় শুক্রবার আক্রান্ত হয়েছিলেন প্রায় সাড়ে সাতশো ।আক্রান্তের মধ্যে রয়েছেন একাধিক পুলিশ কর্মী ও চিকিৎসক। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সফর করেছেন সেখানে প্রশাসনিক বৈঠকও করেছেন।তৈরি হয়েছে কমিটিও।হাইকোর্টের নির্দেশ সঠিক ভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখবেন এই কমিটির সদস্যরা৷ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনকরের টুইট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। রাজ্যপালের টুইট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,”যা হয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সেটা রেকর্ডেড। প্রকাশ্যেই মুখ্যমন্ত্রী বলেছেন। আর মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেন স্ল্যাং ইউজ করেন তখন কি সংবিধান লংঘন হয় না?” শনিবার সকালে দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে এক প্রকার সরগরম রাজ্য রাজনীতি।
More Stories
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজভবনে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর
মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলা ফুটবলার এবার গোল করলেন রাজনীতির ময়দানে
ডেপুটি মেয়র খুনের মূল অভিযুক্ত, সংশোধনগারে গুলিতে ঝাঁঝরা করা হল অমন সিংকে