Home » অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছাদ থেকে ঠেলে ফেলে হত্যা

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছাদ থেকে ঠেলে ফেলে হত্যা

 

সময় কলকাতা ডেস্কঃ বাড়ির ছাদ থেকে অন্তঃসত্ত্বা মহিলাকে ফেলে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরে গুরুত্বর জখম অবস্থায় ওই বধুকে বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়। এর পরই পালিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন৷ মৃতার নাম বীণা খাতুন (২৪)।

১ বছর আগে বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কাটারি গ্রামের বীণা খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল বীরভূমের পাড়ুই থানার কেন্দ্রডাঙ্গাল গ্রামের গোফুর শেখের৷ ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিল ওই গৃহবধূ। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে ত্রিতল বাড়ির ছাদ থেকে অন্তঃসত্ত্বা মহিলাকে ফেলে দেয় তার স্বামী। হাত-পা ভেঙে গুরুত্বর জখম হয় ওই মহিলা। পরে শ্বশুরবাড়ির লোকজনই তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। ভর্তির পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এরপরেই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায়৷ খবর পেয়ে মৃতার পরিবারের লোক হাসপাতালে আসে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

মৃতার মাসি রনিজা খাতুন বলেন, “আমাদের জানানো হয় পড়ে গিয়েছে৷ কিন্তু, ছাদ থেকে ফেলে মেরে দিয়েছে৷ তারপর হাসপাতালে ভর্তি করে পালিয়ে গিয়েছে। আমরা এর বিচার চাই।”
মৃতার কাকা আব্দুর সুকুর বলেন, “আমাদের ফোন ধরছে না শ্বশুরবাড়ি লোকেরা৷ ওরাই ছাদ থেকে ফেলে অন্তঃসত্ত্বাকে মেরে দিয়েছে৷ দোষীদের শাস্তি চাই আমরা।”

About Post Author