সময় কলকাতা ডেস্ক : এবার করোনা নিয়ে বিজেপিকে একহাত নিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম৷ একইসাথে প্রতিক্রিয়ায় উঠে এল সাম্প্রতিক একাধিক ইস্যু। করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “কলকাতায় অনেকেই আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের অনেকই আক্রান্ত। কিন্তু সাত দিন পরে ফিরে আসছেন সকলেই। বাড়িতে সাবধানতা অবলম্বন করলে এবং গরম জলের স্টিম নিলে করোনা কম হয়। ”
পাশাপাশি পরিবহন মন্ত্রী ফিরহাদ বলেন, “বিজেপি এখন দ্বিচারিতা করছে। যখন তাদের দরকার তখন তারা ৮ দফা নির্বাচন করেছে। কিন্তু যেখানে তাদের স্বার্থ আছে সেখানে নির্বাচন করছে বিজেপি। তবে তারা সারা ভারত জুড়ে মানুষের সমর্থন পাচ্ছে না।”
মহানাগরিকের কথায়, “মানুষের সঙ্গে যে যোগাযোগ করেছিলাম, সেটা দারুণ পদ্ধতি। এটা নির্বাচনের জন্য বন্ধ ছিল। আবার শুরু হওয়ায় একটা নতুন প্রাণ পেলাম। অনেক ভালো প্রতিক্রিয়া পেলাম। বেশিভাগ মানুষ স্বীকৃত দিয়েছেন সেটা ভালো লাগছে। ফুটপাত দখল হয়েছিল। সেটা দখল মুক্ত করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে।”
ভ্যাক্সিনেশন নিয়ে ফিরহাদ ক্ষোভ উগরে দিয়ে বলেন, “রাজ্য সরকারের সমস্ত কেন্দ্র থেকে সব জায়গা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমরা যখন ১২ বছর থেকে ভ্যাকসিন চেয়েছিলাম। কিন্তু কেন কেন্দ্র সরকার ১৫ বছর থেকে ভ্যাকসিন দিয়েছে। এটা আমরা স্বাস্থ্য সচিবকে জানাব”
একইসাথে লাগামহীন তেলের দাম বৃদ্ধি ও সরকারি প্রকল্পের বেসরকারিকরণ নিয়ে তাঁর সাফ জবাব, “এই সরকার কখনো সাধারণ মানুষের সরকার নয়। এই সরকার তেল কোম্পানিদের ফায়দা তোলার জন্য তেলের দাম বাড়িয়েছে। এই সরকার রেলকে বিক্রি করে বেসরকারিকরণ করে দিচ্ছে। যখন রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়াচ্ছে। আর একটা কেন্দ্র সরকার শুধু বেসরকারিকরণ করছে। মানুষ তাদেরকে জবাব দেবেন।”
রাজ্যপাল নিয়েও বিষোদগার করতে ছাড়েননি ফিরহাদ। তাঁর কথায়, “রাজ্যপাল শুভেন্দু অধিকারী নির্ভর না শুভেন্দু অধিকারী নির্ভর রাজ্যপাল। আগে তো নরেন্দ্র মোদী আর অমিত শাহ নির্ভর ছিল। এত তলব এত টুইট আগে কোনো দিন দেখিনি, এই ধরনের রাজ্যপাল।”
More Stories
পূর্বস্থলীর কৃষক আত্মহত্যার ঘটনা কিসের অশনি সংকেত?
ডিসেম্বরে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা
প্রকাশ্যে মাংস কাটা : দৃশ্যদূষণ ও শিশুমনে প্রভাব উত্তরবঙ্গের জেলায়