Home » তুষারপাতে বিধ্বস্ত কাশ্মীর, মৃত দুই পর্যটক অসুস্থ বহু, রইল ভিডিও

তুষারপাতে বিধ্বস্ত কাশ্মীর, মৃত দুই পর্যটক অসুস্থ বহু, রইল ভিডিও

সময় কলকাতা ডেস্ক:যেদিকে চোখ যায় শুধুই সাদা। ভারতের স্বর্গ এখন তুষারাবৃত। দুই দিন ধরে লাগাতার তুষারপাতে সমগ্র জম্মু-কাশ্মীর বরফ আচ্ছাদনের নিচে। ডাল লেকের নীল জল এখন বরফের চাদরে মোড়া। বৈষ্ণব দেবীর মন্দির চত্বর জুড়ে এখন শুধু বরফ আর বরফ। অনন্তনাগ ,বাতালিক সেক্টর দ্রাস, কারগিল, পাটনিটপ গুলমার্গ, লেহ, শালিমার বাগ, নিশাত বাগ, পহেলগাঁও সহ একাধিক জায়গায় প্রবল তুষারপাতে যানচলাচল বন্ধ এমনকি সাধারণ মানুষের চলাচল বন্ধের উপক্রম।

 

এমনিতেই শীতের মরশুম এই সময়টায় বহু পর্যটক জম্মু-কাশ্মীরে আসেন ঘুরতে। এবছরও পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতন। যারা কিছুদিন আগে কাশ্মীরে ঘুরতে এসেছেন, তারা মনের সুখে কাশ্মীরের নৈসর্গিক দৃশ্য উপভোগ করছিলেন। আচমকাই দুদিন ধরে প্রবল তুষারপাত। এমনিতে তুষারপাতের দৃশ্য খুবই উপভোগ্য বিষয়। কিন্তু এই লাগাতার তুষারপাত এখন পর্যটকদের কাছে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বহু পর্যটক বিভিন্ন জায়গায় আটকে গিয়েছেন। ফলে একদিকে পানীয় জলের সমস্যা ,অন্যদিকে খাদ্যের সমস্যা। বহু পর্যটকের দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী উদ্ধারকার্যে নেমে পড়েছে।

 

শ্রীনগরের বানিহালে আটকে পড়েছে বহু পর্যটক। আটকে পড়া পর্যটকদের মধ্যে বহু পর্যটক শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। গাড়ির মধ্যেই মারা গিয়েছেন দুই পর্যটক । মৃত দুই পর্যটক সাবির আহমেদ ও মাজীদ গুলজারের বাড়ি কাশ্মীরের কুপওয়ারা ডিস্ট্রিক্টে। পাশাপাশি গাড়ির মধ্যেই প্রবল ঠান্ডা এবং শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন বহু পর্যটক।তাদের উদ্ধার কার্যে তৎপরতার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বর্ডার সিকিউরিটি ফোর্স এর জওয়ানরা নেমে পড়েছে।

তিনজন গুরুতর অসুস্থ পর্যটককে ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাংধার সেক্টর থেকে সেনাবাহিনী সদর দপ্তর কুপওয়ারাতে আনা হয়েছে। এখনো বহু পর্যটক কাশ্মীরের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন। সেনাবাহিনী তরফ থেকে লাগাতার চেষ্টা চালানো হচ্ছে সেই সমস্ত পর্যটকদের কাছে পৌঁছে ,তাদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করার। এই তুষারপাত যদি আরো দুই এক দিন বহাল থাকে তাহলে ভারতের ভূস্বর্গ কাশ্মীর পরিস্থিতি বিপদজনক হয়ে উঠবে বলেই মনে করছে সেনাবাহিনী। সে ক্ষেত্রে উদ্ধারকার্য আরো কঠিন হয়ে উঠবে।

About Post Author