সময় কলকাতা ডেস্ক : করোনার ক্রমাগত সংক্রমন বৃদ্ধিতে কাবু গোটা দেশ। পাশাপাশি, রাজ্যেও দিন দিন বেড়ে চলেছে করোনার সংক্রমন। ফলে, ২রা জানুয়ারি আংশিক লকডাউনের পথে হাঁটে রাজ্য সরকার। যার জেরে, ১৫ জানুয়ারি পর্যন্ত সেলুন, বিউটি পার্লার বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়।
সেলুন, বিউটি পার্লার বন্ধ করে দেওয়ায়, সেলুনের মালিক ও কর্মীরা বারবার মুখ্যমন্ত্রীকে বিধিনিষেধ মেনে পার্লার খুলতে দেওয়ার আর্জি জানান। বেশকিছু এলাকায় পার্লার খোলার দাবিতে, তাদের প্রতিবাদ মিছিলও করতে দেখা যায়।
এরপর রাজ্যে সরকারের তরফ থেকে ৫০শতাংশ লোক নিয়ে সেলুন, পার্লারের পাশাপাশি, রেস্তোরাঁ, সিনেমা খোলারও অনুমতি দেওয়া হয়। ফলত, এই নির্দেশিকার জেরে, ব্যবসায়ীরা বেজায় খুশি। দোকান খুলতে দেওয়ার অনুমতি দেওয়ায়, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক বাজারের এক সেলুন মালিকের কথায়, “খুব সমস্যায় পড়েছিলাম, এই সেলুন থেকেই অর্থ উপার্জন করে আমাদের সংসার চলে। তাই এই সেলুন বন্ধ করে দেওয়ায়,সংসারে অর্থনৈতিক টানাপোড়েন দেখা দেয়। তবে আবার দোকান খুলে দেওয়ায় খুশি আমরা, অনেক চাপ মুক্ত লাগছে। মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ”
More Stories
সংস্কৃতির মনোজ্ঞ সন্ধ্যায় মুগ্ধতার উদযাপন
মদন মিত্র : কেন বাইপ্যাপ সাপোর্ট? শারীরিক অবস্থার অবনতির পরে এখন কেমন আছেন কামারহাটির বিধায়ক ?
রেশন দুর্নীতি মামলায় এবার জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষককে তলব ইডির