সময় কলকাতা ওয়েবডেস্ক
কোভিড ও ওমিক্রণের বাড়বাড়ন্ত রুখতে সাময়িক হলেও সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল মধ্যমগ্রাম পুরসভা।জরুরী পরিষেবা ছাড়া কার্যত দোকানপাট সহ সবকিছুই বন্ধ থাকছে টানা তিনদিন।আপাতত ১৩ তারিখ থেকে ১৫ তারিখ বলবৎ থাকছে লকডাউন যা সাময়িক হলেও অবস্থা নিয়ন্ত্রণে না এলে বাড়তে পারে নির্দেশনামার মেয়াদ।
উত্তর চব্বিশ পরগনা জেলা সহ রাজ্যে বিভিন্ন জায়গায় করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় সংক্রমণ রোধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে ।সাময়িক হলেও অধিকাংশ জায়গায় জারী হয়েছে আংশিক লক ডাউন। মধ্যমগ্রাম পুর প্রশাসন তিনটি থানার সাথে একযোগে সিদ্ধান্ত নিয়ে গ্রহণ করল প্রশাসনিক পদক্ষেপ।
মধ্যমগ্রাম পুর এলাকায় তিনদিনের জন্য সাময়িকভাবে হলেও কার্যত সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল মধ্যমগ্রাম পৌরপ্রশাসন ।
কোভিড ও ওমিক্রনের জ্বরে কাঁপছে রাজ্য আর দেশ। মধ্যমগ্রামের অবস্থা ভয়াবহ আকার ধারণ করার আগেই নেওয়া হল সতর্কতাজনিত পদক্ষেপ- এমনটাই সোমবার বিকেলে মধ্যমগ্রাম পৌরসভায় সাংবাদিক সম্মেলন করে জানালেন মধ্যমগ্রামের পৌর প্রশাসক নিমাই ঘোষ। পুরসভা এলাকায় নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তিনটি থানার অধীনে থাকা পৌরসভার ২৮ টি ওয়ার্ডের সমস্ত ব্যবসায়ী সমিতি, বাজার আধিকারিকদের নিয়ে আজ পৌরসভায় বৈঠক হয়।মধ্যমগ্রাম, নারায়ণপুর ও এয়ারপোর্ট থানার পুলিশ আধিকারিকদের সাথে বসে ঐক্যমত্যে পৌঁছে জানানো হয়েছে- ১৩ ই জানুয়ারি থেকে ১৫ ই জানুয়ারি পর্যন্ত এই তিন দিন- টানা লকডাউন থাকবে ।
উল্লেখ্য বারাসাত বা ব্যারাকপুরের মত পুরএলাকায় আগামী সাতদিনে একদিন অন্তর রেখে রেখে বাজারঘাট বন্ধ রাখার নির্দেশিকা জারী হয়েছে। মধ্যমগ্রাম কিছুটা হলেও অন্য পথে হাঁটল।
পৌরসভার তরফে জানানো হয়েছে, জরুরী পরিষেবা যথা জল-আলো-সংবাদমাধ্যম-ওষুধের দোকান চালু থাকবে।জীবনদায়ী পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। মঙ্গলবার ও বুধবার পৌর নাগরিকদের জ্ঞাতার্থে মাইক সহযোগে লক ডাউনের সিদ্ধান্তের কথা প্রচার করা হবে।সবমিলিয়ে ঘাতক ভাইরাসকে রুখতে খুবই বুঝে শুনে এগোতে চাইছে মধ্যমগ্রাম পুর-প্রশাসন।।
News এর সঙ্গে editorial type কিছু পরিবেশন করলে আমার মত viwer আরও খুসি হবে।
আমাদের চেষ্টা থাকবে আপনার অনুরোধ পালনের।