সময় কলকাতা ডেস্ক : শীতের মরশুমে ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ । সরকারের পক্ষ থেকে একাধিক এলাকায় আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে । একাধিক জায়গায় বন্ধ দোকান বাজার।পাশাপাশি এবার করোনার তৃতীয় ঢেউ আসার সঙ্গে সঙ্গে বেশির ভাগ জায়গাতেই আক্রান্ত হয়েছেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। একই অবস্থা বনগাঁ মহকুমা হাসপাতালের।সেখানে ১০ জন চিকিৎসক এবং ১০ জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন ।যার জেরে রবিবার পর্যন্ত বন্ধ বনগাঁ মহকুমা হাসপাতালের বহির্বিভাগ । তাঁর মধ্যে সার্জিকাল বিভাগের ২ জন চিকিৎসক রয়েছেন । যারা বর্তমানে হোম আইসোলেশনএ রয়েছেন । সার্জিক্যাল বিভাগের মোট ৩ জন চিকিৎসকের মধ্যে ২জন করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবার সকাল থেকে সার্জিকাল বহির্বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বনগাঁ মহকুমা হাসপাতাল ।
অনেক রোগী সেখানে এসে ফিরে গিয়েছেন । বনগাঁ মহাকুমা হাসপাতাল সুপার শংকর প্রসাদ মাহাতো বলেন” ২ জন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় আপাতত বহির্বিভাগ বন্ধ করতে হয়েছে । সার্জিক্যাল ওয়ার্ড খোলা রাখা হয়েছে ৷ জরুরী রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে ।আপাতত এই ভাবেই চলছে বনগাঁ মহকুমা হাসপাতালের রোগী পরিষেবার কাজ।
More Stories
হজমশক্তি উন্নত করতে দারুণ কার্যকরী নারকেলের দুধ
কিডনির সমস্যায় আজ থেকেই খান শীতকালীন এই সবজি
পুরুষের ফার্টিলিটি বাড়াতে আজ থেকেই পাতে রাখুন এই খাবার