সময়কলকাতা ডেস্কঃ করোনার বিধিনিষেধ অমান্য করে স্কুলে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ি আসামমোড়ের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে।
কোভিডের বাড়বাড়ন্তে রাজ্য সরকারের তরফ থেকে ৩ জানুয়ারি থেকে স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্ত করোনা বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে দ্বাদশ শ্রেণীর মৌখিক পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির জেলার ওই বেসরকারি বিদ্যালয়টির বিরুদ্ধে। সূত্রের খবর, সরকারের চোখ এড়াতে, স্কুলের তরফ থেকে পরীক্ষার্থীদের স্কুলের পোষাক না পরে স্কুলে আসতে নির্দেশ দেওয়া হয় । ঘটনার সত্যতা যাচাই করতে, স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলতা গেলে, তিনি কারোর সঙ্গে কথা বলতে রাজি হননি। পরবর্তীতে তিনি ফোনে জানান, পরীক্ষা নয় বরং প্রজেক্ট জমা নেওয়ার জন্য ছাত্রদের স্কুলে ডাকা হয়েছিল। যদিও পড়ুয়া এবং অভিভাবকরা আগেই জানিয়েছেন মৌখিক পরীক্ষা নেওয়ার জন্যই তাদের স্কুলে ডাকা হয়েছিল।
আরও অভিযোগ, স্কুলে ঢোকার মুখে পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য কোনও থার্মাল স্ক্যানিং বা স্যানিটাইজেশনের ব্যবস্থাও ছিলনা। চূড়ান্ত এই অসেচতনতার ছবি সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও।অভিযোগ, স্কুলের সামনে উপস্থিত এক অভিভাবক সাংবাদিকদের হুমিকে দেন এবং নিগ্রহ করার চেষ্টা করেন। সাংবাদিকের ক্যামেরাও কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে ওই অভিভাবকের বিরুদ্ধে। খবর পেয়ে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ আসার খবর পেয়ে, ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই অভিভাবক।
More Stories
উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফের ট্রেন দুর্ঘটনা! লরির সঙ্গে সংঘর্ষ উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেসের