Home » কোভিড বিধিমেনে রামপুরহাটে পালিত হল যুবদিবস

কোভিড বিধিমেনে রামপুরহাটে পালিত হল যুবদিবস

অমলেন্দু মণ্ডল বীরভূম :  স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্ম দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে বিবেক চেতনা উৎসব পালিত হচ্ছে । সেই মতই  কোভিড বিধি মেনে রামপুরহাটে মহা সমারোহে পালিত হল বিবেকানন্দের জন্মদিন । রামপুরহাট পুরসভার  সমস্ত ওয়ার্ডেই পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন । রামপুরহাট ১ নং ব্লকে যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে পালিত হল বিবেক চেতনা উৎসব । অনুষ্ঠানে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্য বিধানসভায় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় । মাল্যদান ও পুস্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার সহ রামপুরহাট মহকুমা শাসক নাভেদ আখতার সহ যুব দপ্তরের আধিকারিকরা । এছাড়া ও রামপুরহাট ১৪ নং ওয়ার্ড তৃণমূল কমিটি মহা সমারোহে পালন করেন আজকের দিনটি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পীকার আশিস বন্দ্যোপাধ্যায় সহ রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন ভগত, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১৪ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস দাস (বাপ্পা) । এই অনুষ্ঠানে স্বামীজির ছবিতে মাল্যদানের পর ওয়ার্ডের প্রতিবন্ধী মানুষদের বাড়িতে গিয়ে তাদের হাতে উপহার তুলে  দেন ডেপুটি  স্পিকার আশিস বন্দোপাধ্যায় ।

About Post Author