Home » দেশে ক্রমশ উর্দ্ধমুখী করোনার গ্রাফ , চিন্তায় বিশেষজ্ঞরা

দেশে ক্রমশ উর্দ্ধমুখী করোনার গ্রাফ , চিন্তায় বিশেষজ্ঞরা

 

সময় কলকাতাঃ দেশে হু হু করে বাড়তে থাকা করোনা পজিটিভিটি রেট মনে করিয়ে দিচ্ছে প্রথম, দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতাকে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন, ১ লক্ষ্ ৯৪ হাজার জন। যা গত দিনের তুলনায় অনেকটাই বেশী।যার ফলে কোভিডের পজিটিভিটি রেট গিয়ে ঠেকেছে ১১.০৫ শতাংশে।মন্ত্রক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত একদিনে প্রায় ৬০ হাজার ৪০৫ জন নতুন করে এই মারন ভাইরাসের কবলে পড়েছেন।পাশাপাশি, মোট ৪৪২ জন  করোনার থাবায় প্রাণ হারিয়েছেন।

দেশের পাশাপাশি, রাজ্যেরও  কোভিড আক্রান্তের সংখ্যা যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবলে পড়েছেন ২১ হাজার ৯৮ জন। যা গতদিনের তুলনায় অনেকটাই বেশী।তবে, রাজ্যে পজিটিভিটি রেট খানিকটা নিম্নগামী হওয়ায় তা কিছুটা স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন, ১৯ জন। একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮,০৩৭ জন।

 

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখ ছুঁইছুঁই। তারমধ্যেই বাড়তি উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েণ্ট “ওমিক্রন”।বিশেষজ্ঞরা আগেই সতর্কবাণী  দিয়েছিলেন যে করোনার অন্যান্য ভেরিয়েন্টের থেকে এই নয়া স্ট্রেন “ওমিক্রন” অনেক বেশী সংক্রামক।স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে ইতিমধ্যেই মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৮৬৮ জন।যার মধ্যে, সংক্রমনের শীর্ষে মহারাষ্ট্র।এখানে মোট আক্রান্তের সংখ্যা ১২৮১ জন। এরপরই, দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান ৬৪৫ জন। দিল্লিতে মোট আক্রান্ত ৫৪৬ জন, কর্ণাটকে ৪৭৯ জন ও উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২৭৫ জন। ইতিমধ্যেই, ১৮০৫ জন এই মারন ভাইরাসের নয়া রূপ “ওমিক্রনকে” হার মানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে মারন ভাইরাসের নয়া স্ট্রেন “ওমিক্রনে” আক্রান্ত হয়েছেন, ৪০৭ জন।দেশের পাশাপাশি চিন্তা বাড়ছে রাজ্যেও। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২৬৭ জন। যার জেরে, রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯৪ জন।

About Post Author