সময় কলকাতা ডেস্ক : বিবেক চেতনা উৎসবে, সিপিআইএম বিধায়ক এর নামে রাস্তার নামকরণ সৌজন্যের রাজনীতি দেখাল তৃণমূল । বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৬, নম্বর ওয়ার্ডের মুন্সেফ পাড়ার বাসিন্দা টানা ৭,বারের সিপিআইএমের বিধায়ক ও ৩ বারের পৌরসভার চেয়ারম্যান, প্রয়াত নারায়ণ মুখার্জি নামে এবার রাস্তার নামকরণ করল তৃণমূল কংগ্রেস । বুধবার সারাদেশে বিবেক চেতনা উৎসব পালিত হচ্ছে। সেই অনুষ্ঠান কে কেন্দ্র করে রাজনৈতিক আবহ তৈরি করল তৃণমূল কংগ্রেস । রাজ্যে পৌরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ যে একপ্রকার লোক দেখানো তা বলা বাহুল্য । এমনটাই ধারনা রাজনৈতিক মহলের।
বসিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বকুল তলা থেকে ইটিন্ডা রোড পর্যন্ত প্রায় আধ কিলোমিটার পিচের রাস্তা সিপিআইএমের বিধায়ক নারায়ণ মুখার্জির নামে আগেই নামকরণ করা হয়েছিল শাসকদলের পক্ষ থেকে । তবে তার শুভ উদ্বোধন হলো বুধবার। যুব দিবস উপলক্ষে ফিতে কেটে রাস্তার উদ্বোধন করেন বসিরহাট পৌরসভার পৌর প্রশাসক অসিত মজুমদার । এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষী ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী অজয় মজুমদার, ছিলেন প্রয়াত সিপিআইএম নেতার ছেলে জ্যোতিপ্রকাশ মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ঠজনেরা । বাবার নামে রাস্তার নামকরণ করায় তৃণমূলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান । এদিন তিনি বলেন, “বাবা খুব ভালো মানুষ ছিলেন। রাজনীতির বিভাজন না দেখে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে থাকতেন। আজ বাবার নামে রাস্তা নামকরণ হওয়ায় আমরা খুশি । “
More Stories
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজভবনে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর
মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলা ফুটবলার এবার গোল করলেন রাজনীতির ময়দানে
ডেপুটি মেয়র খুনের মূল অভিযুক্ত, সংশোধনগারে গুলিতে ঝাঁঝরা করা হল অমন সিংকে