Home » সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড ‘১১৭৬ হরে কৃষ্ণ’

সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড ‘১১৭৬ হরে কৃষ্ণ’

সময় কলকাতা ডেস্ক : বিগত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া যেন “১১৭৬ হরে কৃষ্ণ” তে ছেয়ে গেছে। শোনা যাচ্ছে এটি লিখে শেয়ার করলে নাকি যার যা মনস্কামনা তা পূর্ণ হবে।কার্যত সেই উদ্দেশ্যেই নেটপাড়ার প্রায় সকলেই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন।

কেউ কেউ এটাকে নিছকই মজা হিসেবে নিয়েছেন।কেউবা আবার বলেছেন এতে হিন্দু ধর্মের অপমান করা হচ্ছে।তবে আরেক অংশের মানুষ কোনো কথা না বাড়িয়ে “বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর” এই তত্ত্ব মেনে নিয়েছেন।

তবে এই “১১৭৬ হরে কৃষ্ণ” র অর্থ নিয়ে নানা মত তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটাগরিকদের দাবি,এটি একটি মহামন্ত্র। রঘুনন্দন ভট্টাচার্য রচিত কবি সন্তরণ উপনিষদে যার বর্ণনা রয়েছে।গীতা অনুযায়ী কেউ যদি ১১৭৬ বার কৃষ্ণনাম জপ না করতে পারে তবে হরে কৃষ্ণ বা রাধা কৃষ্ণের নামের আগে ১১৭৬ লিখলে তার মনের ইচ্ছা পূরণ হয়।

তবে এবারের টুইস্ট আর পাঁচটা ট্রেন্ডের মতো এ নিয়ে ইতিমধ্যেই ভিডিও বানিয়ে ফেলেছেন স্যান্ডি সাহা। পরনে ধুতি,গলায় মালা,মাথায় মুকুট আর হাতে বাঁশি নিয়ে এবার কৃষ্ণ সেজেছেন স‍্যান্ডি।যেখানে একটি কাগজে লেখা “১১৭৬”। তার দরুন অনেকে বলেছেন এটা হিন্দু ধর্মের অপমান। অনেকে ক্ষুব্ধ হয়েছেন স্যান্ডি সাহার এই নতুন সাজে।

যদিও স‍্যান্ডি সাহা কমেন্টে লেখেন,‘আমি এই ছবিগুলো নিয়ে খিল্লি করিনি।অনেকেই সিরিয়াল এবং সিনেমাতে ভগবানের সাজ সাজেন আমিও তাই সেজেছি।”

About Post Author