Home » বনগাঁয় পথদুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর, চাঞ্চল্য

বনগাঁয় পথদুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর, চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্ক: যানজটের কবলে পড়ে কিংবা দ্রুত গতিতে চলা যানবাহনের কারণে বারবার পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় নিরীহ পথচারীদের। আজ বনগাঁয় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। আজ সকাল সাড়ে দশটা নাগাদ রাখালদাস সেতুর ওপর লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ওই ব্যক্তি।

জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শ্যামল হালদার, তিনি বনগাঁ শিমুলতলা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাজার করে বাড়ি ফিরছিলেন শ্যামল হালদার নামে ঐ ব্যক্তি। বনগাঁ বাটার মোড় থেকে বাজার করে যশোর রোড ধরে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। সেই সময় রাখালদাস সেতুর ওপরে পেট্রাপোল গামী একটি লরি পিছন দিক থেকে এসে শ্যামলের সাইকেলে ধাক্কা মারে। সেই সময় ধাক্কা লেগে শ্যামল পড়ে গিয়ে লরির পেছনের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। গাড়ির চালক পলাতক।

About Post Author