সময় কলকাতা: ভাটপাড়া গুলি কাণ্ডে অবেশেষে পুলিশের জালে ধরা পড়ল গুড্ডু ও তার সঙ্গী প্রমোদ সাউ।বৃহস্পতিবার, ভাটপাড়া থানার পুলিশ দুই দুষ্কৃতীকে কেউটিয়া পালপাড়া এলাকা থেকে পাকড়াও করে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে কেউটিয়া পালপাড়া এলাকার বাসিন্দা রঞ্জিত বিশ্বাসের পুকুরে মলত্যাগের অভিযোগ ওঠে গুড্ডু নামের এলাকারই এক যুবকের বিরুদ্ধে।অভিযোগ, মলত্যাগকে ঘিরে পুকুরের মালিক ও গুড্ডু নামের ওই যুবকের মধ্যে বচসার সৃষ্টি হয়। বচসার জেরে, গুড্ডু দলবল নিয়ে চড়াও হয় বাড়ির মালিক রঞ্জিত বিশ্বাসের ওপর।এমনকি বচসার জেরে দাদাকে মার খেতে দেখে, তাকে বাঁচাতে এলে, আক্রান্ত হন রঞ্জিত বাবুর দিদি শঙ্করী পাল।শঙ্করী দেবীকে বাঁচাতে গেলে দুষ্কৃতিদের রোষের শিকার হয় তার ছেলে স্নেহাশিস পালও।অভিযোগ, গুড্ডু আগ্নেয়াস্ত্র বের করে স্নেহাশিষের ওপর চড়াও হয়।এমনকি চার-পাঁচ রাউন্ড গুলির চলারও শব্দ শোনা যায় বলে, স্থানীয় সূত্রে খবর। আশপাশের লোকেদের ওপরেও অত্যাচারের অভিযোগ ওঠে গুড্ডুর ‘দুষ্কৃতি বাহিনীর’ ওপর। তাদে্র অত্যাচার থেকে নারী পুরুষ কেউই বাদ যায় না এমনও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
ইতিমধ্যেই ভাটপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে গুড্ডুসহ আরও এক যুবককে। ধৃতদের ব্যারাকপুর আদালাতে পাঠানো হয়েছে।
More Stories
একদিনের মধ্যেই তরুণী সুইস বিদেশিনীর হত্যারহস্যের কিনারা
হেমা উপাধ্যায় হত্যাকান্ড ও সাজা ঘোষণা, চিন্তনের যাবজ্জীবন
কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায়, ফাঁসি মকুব -দুজন বাদে মুক্তি পেতে চলেছে অভিযুক্তরা,কামদুনির হাতে পড়ে রইল পেন্সিল