সময় কলকাতা ডেস্ক:করোনার বাড়বাড়ন্তে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে ব্যারাকপুর মহকুমার সমস্ত পৌরসভায়।সপ্তাহে দুদিন সংশ্লিষ্ট এলাকার সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষনা করা হয়েছে। গোটা রাজ্যে হু হু করে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।যার জেরে রাজ্যের প্রতিটি জেলাতেই দোকানপাট খোলার উপর বিধি নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।
ব্যারাকপুরে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার জেরে চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তরের। করোনার সংক্রমণ ঠেকাতে ব্যারাকপুর মহকুমার সমস্ত পৌরসভা অঞ্চলে প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার দোকানপাট বন্ধ থাকার নির্দেশিকা জারি করা হয়েছে।পাশাপাশি জানানো হয়েছে, ব্যারাকপুরের প্রত্যেকটি পৌরসভাকেই এই নির্দেশ মেনে চলতে হবে।এছাড়াও, করোনা পরিস্থিতির প্রেক্ষিতে, এই দুদিন ছাড়াও যদি কোন দিন কোন পৌরসভা দোকানপাট বন্ধ রাখতে চায় তাহলে সেই পৌরসভা তা করতে পারবে। এদিন একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে একথা ঘোষণা করা হয়।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা জানান “পুলিশের দিক থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, যারা মাস্ক পরছেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত তাদের করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে।তাদের মধ্যে কেউ কোভিড পজিটিভ হলে সঙ্গে সঙ্গে তাকে আইসোলেশনে পাঠানো হবে।”
এদিন, এই কনফারেন্সে উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার প্রত্যেকটি পৌরসভার প্রশাসক ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রত্যেকটি থানার উচ্চপদস্থ আধিকারিক সহ ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও ব্যারাকপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী।
More Stories
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফের ট্রেন দুর্ঘটনা! লরির সঙ্গে সংঘর্ষ উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেসের
ষাঁড়ের গুঁতোয় প্রাণ গেল মার্কসবাদী নেতার