সময় কলকাতা ডেস্ক : করোনা আবহে পিকনিক করতে গিয়েই ঘটলো দুর্ঘটনা । নদীতে তলিয়ে গেল এক যুবক । বীরভূমের লাভপুরে কুয়ে নদীর ধারে পিকনিক করতে এসেই ঘটল এমন ঘটনা । তাঁর সন্ধানে চলছে তল্লাশি । ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরের মনিকর্ণিকা ঘাটের কাছে ।
গতকাল কয়েকজন বন্ধুদের নিয়ে পিকনিক করতে এসেছিল নামু ডাঙ্গাল গ্রামের যুবক প্রদীপ পাল(১৯)। এরপর বেলা তিনটে নাগাদ নদীতে অন্যান্য বন্ধুদের সঙ্গে স্নান করতে নামেন প্রদীপ পাল । তারপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যায় নি । নদীতে তাঁকে দেখতে না পেয়ে তৎক্ষণাৎ তাঁর সঙ্গীরা খোঁজাখুঁজি করেন । কিন্তু ওই যুবকের কোনও খোঁজ মেলেনি ।
আজ সকাল থেকে নৌকা নামিয়ে তল্লাশি চালাচ্ছেন এলাকাবাসীরা । এলাকাবাসীর পাশাপাশি এসে পৌঁছেছে সিভিল ডিফেন্সের টিমও। তারাও তল্লাশি শুরু করেছে ।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
ঘুষ নেওয়া বন্ধ করুন নইলে ভিক্ষা করুন, বিএলআরও আধিকারিককে চামড়া তুলে দেওয়ার হুমকি বিজেপি নেতৃত্বের
Road Accident: পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ দুর্ঘটনা , চারচাকা গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু