Home » করোনাবিধি মেনেই শুরু হল বীরভূমের ৪০০ বছরের জয়দেব কেন্দুলি মেলা

করোনাবিধি মেনেই শুরু হল বীরভূমের ৪০০ বছরের জয়দেব কেন্দুলি মেলা

অমলেন্দু মন্ডল ,বীরভূম,সময় কলকাতা ডেস্ক : প্রতি বছরের মতো এবারেও শুরু হল বীরভূমের জয়দেব কেন্দুলি মেলা। প্রথা অনুযায়ী মকরসংক্রান্তির দিনে অজয় নদীর তীরে পুণ্যস্নান করছেন পুণ্যার্থীরা। তবে এবছর করোনার প্রকোপে তেমন ভিড় নেই বললেই চলে। মূলতঃ বাউল ফকিররা এই মেলাতে ভিড় জমান প্রতি বছর। কিন্তু এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। বাউল ফকিরদের উপস্থিতি নেই বললেই চলে।

প্রতিবছর রাধা বিনোদের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন পরে হাজার হাজার ভক্তের, কিন্তু সে সব কিছুই নেই এবারে। আজ ভোরবেলাতেও নদী ঘাটে ছিল না স্নানের ভিড়।

২০২১ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল এই মেলা। তবে মকর সংক্রান্তির দিনে পুণ্যস্নান করেছিলেন পুণ্যার্থীরা । এবছরেও মেলা না হওয়ার কথা ছিল জয়দেবে। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের ছাড়পত্র পাওয়ায় মেলার আয়োজন করা হয়।

মেলাতে বসেছে গুটিকয়েক দোকানপাট ও কিছু আখড়া। মেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জেলা পুলিশের প্রায় ২০০০ পুলিশ কর্মী মোতায়েন রয়েছে । নজরদারির জন্য ৭০ টি সিসিটিভি, সাতটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে, ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

কেপমারি ইভটিজিং রুখতে সাদা পোশাকে নজরদারি চালায় পুলিশ। প্রতি বছর ৩ লক্ষের বেশি মানুষের সমাগম হয় মেলাতে। এবছরে হাজার খানেক মানুষের ভিড় চোখে পরে। জেলা প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলার টিমের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রয়েছে স্পিড বোর্ডেরও ব্যবস্থা। মেলায় আগত পুণ্যার্থীদের কথায়, ‘এমন মেলা আগে কোনদিন দেখেননি তারা অন্যবার পা ফেলার জায়গা থাকে না এবার ঠিক তার উল্টো।’

About Post Author