করোনার জেরে ৩ সপ্তাহ পিছলো রাজ্যের চার পুরসভার ভোট। নতুন করে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। ১২ ই ফেব্রুয়ারী ভোট হবে চার পুর নিগমের। ভোট হবে বিধান নগর, চন্দন নগর, শিলিগুড়ি ও আসানসোল পুর নিগমের । ফল প্রকাশ সম্ভবত ১৫ ফেব্রুয়ারী। এই চার পুরসভার ভোট ২২ সে জানুয়ারী হওয়ার কথা ছিল। রাজ্যে করোনা আবহের মধ্যে এই চার পুর ভোট করা নিয়ে অনেক দিন ধরেই চলছিল টানাপোড়েন।এরই মাঝে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সাংসদ এলাকায় প্রকাশ্য সভায় ঘোষণা করেন আগামী দু’মাস কোনও রাজনৈতিক সভা হওয়া উচিত নয়।সেই নিয়েও কম জল ঘোলা হয়নি।আর অভিষেকের এই মন্তব্যকে মান্যতা দেয় তার দলও। এমনকি চিকিৎসকদের অনেকেই এই মন্তব্যের পক্ষে সায় দেয়।এবার রাজ্য সরকারও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দেয় এই চার পুরসভার ভোট পিছিয়ে দেওয়া নিয়ে তাদের কোন আপত্তি নেই।
এর আগে চার পুর ভোট করা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এই নিয়ে শুক্রবার কলকাতা উচ্চ ন্যায়ালয় কমিশনের কাছে জানতে চায় রাজ্যে কোভিডের এই পরিস্থিতিতে কী ভোট ৪ বা ৬ সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কিনা? যদি তা সম্ভব হয় তাহলে কমিশন তা আগামী ৪৮ ঘন্টার মধ্যে জানাক। আর সেই কারণে রাজ্য নির্বাচন কমিশনে এক বিশেষ বৈঠকও ডাকে শনিবার।এরপরই রাজ্য নির্বাচন কমিশন নির্ধারিত ২২ শে জানুয়ারির পরিবর্তে আগামী ১২ ফেব্রুয়ারী চার পুর নিগমের ভোটের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করল। বাকি ভোট গুলি হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারীর শেষেই।
More Stories
রেশন দুর্নীতি মামলায় এবার জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষককে তলব ইডির
জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় হাইকোর্টের দ্বারস্থ ১০ বিজেপি বিধায়ক
কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিআইডির জালে আরও এক ‘মিডলম্যান’