সময় কলকাতা ডেস্ক :
প্রবল শীতে আর্ত মানুষ যখন শীতবস্ত্রের অভাবে কাঁপছে তখন দুয়ারে সরকার প্রকল্পের আদলে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় মানব সেবার আঙ্গিকে পালন করা হল দুয়ারে কম্বল কর্মসূচি। গরীব ও আর্ত চার শতাধিক পরিবারের হাতে তিনদিন ধরে তুলে দেওয়া হচ্ছে কম্বল। ‘দুয়ারে কম্বল’ কর্মসূচির সৌজন্যে প্রবল শীতের মধ্যে আর্ত মানুষের ম্লান মুখে যেন পড়েছে হাজার ওয়াটের আলো।
গোবরডাঙ্গা এলাকার অভাবগ্রস্থ ও আর্ত মানুষদের আলাদা করে চিহ্নিত করে শুক্রবার থেকে রবিবার তিনদিন ধরে এই কর্মসূচি চলছে।গোবরডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেস তথা এক নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সবিতা দাস ও পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্তের তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হচ্ছে ‘দুয়ারে কম্বল’ কর্মসূচি। কর্মসুচির আয়োজক স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও অভিষেক ব্যানার্জীর দেখানো পথে হাঁটছেন তাঁরা। গোবরডাঙ্গা শহরের ১নম্বর ওয়ার্ডে স্থানীয় তৃণমূল কংগ্রেসের একাধিক পদাধিকারীদের পৌরোহিত্যে শুরু শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ডের সভাপতি, তৃণমূল সমর্থক সহ এলাকার সাধারণ মানুষ।
উল্লেখ্য,গোবরডাঙ্গার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আদিবাসী পাড়া থেকে এই কর্মসূচির শুভ সূচনা করেন গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত।প্রথম দিন ৫০ জন মায়ের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয় ।শনিবার ও রবিবার ধাপে ধাপে এই ওয়ার্ডের অন্তত চারশো পরিবারকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যেই হাতে নতুন কম্বল পেয়ে খুশি গোবরডাঙ্গা আদিবাসী পাড়ার মা-বোনেরা। তারা কার্যত দুহাত তুলে আশীর্বাদ করছেন এই কর্মসূচির আয়োজকদের।আর্ত মানুষেরা আশীর্বাদ করবেনই না কেন – যখন ঠান্ডায় কষ্টের হাত থাকার বাঁচার রক্ষাকবচ হিসেবে শীতবস্ত্র ও কম্বল তাঁদের যোগাচ্ছে রসদ।।
More Stories
পূর্বস্থলীর কৃষক আত্মহত্যার ঘটনা কিসের অশনি সংকেত?
প্রকাশ্যে মাংস কাটা : দৃশ্যদূষণ ও শিশুমনে প্রভাব উত্তরবঙ্গের জেলায়
দুদিনের বৃষ্টি সর্বনাশ ডেকে আনল পূর্ব বর্ধমানের চাষের