সময় কলকাতা ডেস্ক : করোনার বাড়বাড়ন্তে আবার আত্মশাসন জারি হাবরায়।প্রতিদিন রাজ্যে হু হু করে বাড়ছে কোভিডের গ্রাফ।রাজ্যস্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায়, করোনার কবলে পড়েছেন ২৩ হাজার ৪৬৭ জন। যার জেরে, পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৩২.১৩ শতাংশ। কোভিডের উর্ধগামী গ্রাফের জন্য, রাজ্যের বিভিন্ন পুরসভাগুলিতে লকডাউন হতে দেখা যাচ্ছে। করোনার আক্রান্তের সংখ্যার বৃদ্ধির কথা মাথায় রেখেই, হাবরা শহর জুড়ে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার লকডাউন এর ঘোষনা করা হয়েছে।পৌরসভার বোর্ড অফ মেম্বারদের করা মিটিং এ এই ঘোষণা করা হয়।
দিনের পর দিন যেভাবে এই মারন ভাইরাসের দাপট বেড়ে চলেছে, সেই দিকে তাকিয়ে আগামী দিনের এই কর্মসূচি ঘোষণা করেন হাবরা পৌরসভার পৌর প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা। হাবড়ার পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য তারক দাস জানান, “প্রতিদিন যেভাবে করোনার সংক্রমণ বেড়েই চলেছে, তার জেরেই কার্যত সপ্তাহে দুদিন লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, জয়গাছি সুপার মার্কেটের বস্ত্রহাটও সপ্তাহে একদিন বন্ধ রাখা হয়েছে। তবে পুলিশ প্রশাসন অনেক সচেষ্ট সাধারণ মানুষও আগের তুলনায় অনেকটাই বেশী সতর্ক।” এছাড়াও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। যারা যারা মাস্ক পড়ছে না তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই পুলিশ আজ মাস্ক না পড়ার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
More Stories
উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফের ট্রেন দুর্ঘটনা! লরির সঙ্গে সংঘর্ষ উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেসের