সময় কলকাতা ডেস্ক : করোনার থাবায় জর্জরিত টাকি পর্যটন কেন্দ্র।বসিরহাটের টাকি পর্যটনকেন্দ্র মানেই জনপ্রিয় একটি স্থান।ইছামতী নদীর তীরে, শীতের রোদ মেখে ছুটি কাটানোর এক অন্যতম জায়গা।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত টাকি পর্যটন কেন্দ্র বর্তমানে জনমানবহীন। পার্কের সবুজ বেঞ্চগুলো ফাঁকা, সেখানে বসার লোক নেই। নদীর বয়ে যাওয়া শান্ত শীতল হাওয়ার মাঝে একাকী দাঁড়িয়ে থাকা, নৌকা চড়ার কোন লোক নেই।
রাজ্যে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। তার ওপর করোনার নয়া ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ কপালে চিন্তার ভাঁজ ফেলছে।করোনার সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই, আংশিক লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার। যার জেরে, পর্যটনকেন্দ্র গুলিতেও ভিড় এড়ানোর জন্য মাইকিং করা হচ্ছে এবং পর্যটকদের দ্রুত এলাকা ছাড়ার কথা বলা হচ্ছে।
টোটো চালক থেকে শুরু করে নৌকাবিহার, মাঝিমোল্লা এবং ছোটখাটো ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মালিক সবারই উপার্জনের সময় হল মূলত ডিসেম্বর থেকে মার্চ মাস। এই ক’মাসেই পর্যটনকে কেন্দ্র করে তারা সব থেকে বেশী পয়সা উপার্জন করে থাকেন।কিন্ত করোনার জেরে সব কিছু স্তব্ধ হয়ে যাওয়ায় কপালে হাত তাদের।জীবিকা নির্বাহন করতে সমস্যায় পড়ছেন তারা।দিন কাটতে হচ্ছে ঘরে বসে বসে।
ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে টাকি পৌরসভা্র অন্তর্গত সাতটি বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বেরতেও দেখা যাচ্ছে না।
পৌর প্রশাসক সোমনাথ মুখার্জী জানান, “আমরা পর্যটন কেন্দ্রগুলি ৫০% লোক নিয়ে চালাতে বলেছি, বন্ধ রেখেছি সপ্তাহে তিন দিন করে বাজার ঘাট দোকানপাট, কেননা প্রত্যেকের পয়সার প্রয়োজন আছে। কোন পর্যটক যদি অজানা সত্বেও পর্যটন কেন্দ্রে এসে থাকে তাহলে তাদেরকে সরকারি গাইডলাইন মেনে যা যা করার তাই করানো হচ্ছে। তার পাশাপাশি সপ্তাহে তিনদিন বাজার বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে, অর্থাৎ আজ শনিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার টাকি হাসনাবাদ সহ পৌরসভার সমস্ত বাজার এলাকা বন্ধ থাকবে।”
More Stories
উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফের ট্রেন দুর্ঘটনা! লরির সঙ্গে সংঘর্ষ উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেসের