সময় কলকাতা ডেস্ক : রবিবার সকালেই অশোকনগর ৩ নম্বর রেল গেটের কাছে এক দুর্ঘটনা ঘটে । নয়ানজুলিতে উলটে গেল রাসায়নিক ভর্তি ট্রাক । ভোর ৫ টা নাগাদ বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানিয়রা । দেখেন কলকাতা থেকে বনগাঁ গামি ক্যামিকেল ভর্তি একটি ট্রাক নয়ানজুলিতে উলটে গেছে । ট্রাকে থাকা কয়েকটি ড্রাম থেকে রাসায়নিক ছড়িয়ে পরে ওই নয়ানজুলিতে । তারাই খবর দেন প্রশাসনকে । প্রশাসনের উদ্যোগে চলছে উদ্ধারকাজ তবে গাড়ির মধ্যে আটকে রয়েছে গাড়ির চালক ও খালাসী ।
আশঙ্কা করা হচ্ছে, তাদের মৃত্যু হয়েছে । আজ খুব ভোরে কলকাতা থেকে হাবরা গামি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যশোর রোডের ধারে নয়ানজুলিতে পরে যায় । ঘটনাস্থলে রয়েছে অশোকনগর থানার পুলিশ । স্থানীযদের দাবি, ডিজেলের মতন দেখতে রাসায়নিক মিশছে নয়ানজুলির জলে । তাদের আশঙ্কা, এই রাসায়নিক থেকে নয়ানজুলি জল দুষিত হতে পারে । প্রশাসন সুত্রে জানা গেছে, এই রাসায়নিক সাবান বা অ্যাসিড তৈরির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশ তদন্ত করে দেখছে এই রাসায়নিক কোন কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল । তবে স্থানীয়দের দাবি বাংলা দেশে রপ্তানির জন্য এই রাসায়নিক নিয়ে যাওয়া হচ্ছিল ।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
ঘুষ নেওয়া বন্ধ করুন নইলে ভিক্ষা করুন, বিএলআরও আধিকারিককে চামড়া তুলে দেওয়ার হুমকি বিজেপি নেতৃত্বের
Road Accident: পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ দুর্ঘটনা , চারচাকা গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু