Home » নয়ানজুলিতে রাসায়নিক ভর্তি ট্রাক, অশোকনগরে ভয়াবহ দুর্ঘটনা

নয়ানজুলিতে রাসায়নিক ভর্তি ট্রাক, অশোকনগরে ভয়াবহ দুর্ঘটনা

সময় কলকাতা ডেস্ক : রবিবার সকালেই অশোকনগর ৩ নম্বর রেল গেটের কাছে এক দুর্ঘটনা ঘটে । নয়ানজুলিতে উলটে গেল রাসায়নিক ভর্তি ট্রাক । ভোর ৫ টা নাগাদ বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানিয়রা । দেখেন কলকাতা থেকে বনগাঁ গামি ক্যামিকেল ভর্তি একটি ট্রাক নয়ানজুলিতে উলটে গেছে । ট্রাকে থাকা কয়েকটি ড্রাম থেকে রাসায়নিক ছড়িয়ে পরে ওই নয়ানজুলিতে । তারাই খবর দেন প্রশাসনকে । প্রশাসনের উদ্যোগে চলছে উদ্ধারকাজ তবে গাড়ির মধ্যে আটকে রয়েছে গাড়ির চালক ও খালাসী ।

আশঙ্কা করা হচ্ছে, তাদের মৃত্যু হয়েছে । আজ খুব ভোরে কলকাতা থেকে হাবরা গামি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যশোর রোডের ধারে নয়ানজুলিতে পরে যায় । ঘটনাস্থলে রয়েছে অশোকনগর থানার পুলিশ । স্থানীযদের দাবি, ডিজেলের মতন দেখতে রাসায়নিক মিশছে নয়ানজুলির জলে । তাদের আশঙ্কা, এই রাসায়নিক থেকে নয়ানজুলি জল দুষিত হতে পারে । প্রশাসন সুত্রে জানা গেছে, এই রাসায়নিক সাবান বা অ্যাসিড তৈরির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশ তদন্ত করে দেখছে এই রাসায়নিক কোন কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল । তবে স্থানীয়দের দাবি বাংলা দেশে রপ্তানির জন্য এই রাসায়নিক নিয়ে যাওয়া হচ্ছিল ।

About Post Author