সময় কলকাতা ডেস্কঃ একদিকে করোনার দাপট, অন্যদিকে ছত্রাক সংক্রমণে কপালে চিন্তার ভাঁজ ফুল চাষিদের। ছত্রাক সংক্রমণের জন্য বাগানের গোলাপ নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়ছেন বাঁকুড়দহ,কামারদহ,হেলদি প্রভৃতি এলাকার গোলাপ চাষিরা। এই এলাকাগুলিতে, বিস্তীর্ণ বাগানজুড়ে গোলাপ সহ বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়ে থাকে। তবে, ছত্রাক সংক্রমণের জেরে, ফুল গাছের পাতা কালচে বাদামী রঙের হয়ে যাওয়ায় সমস্যায় পড়ছেন ফুলচাষিরা।
গোলাপ গাছ ও চারাগাছ ছত্রাকে আক্রান্ত হওয়ার পাশাপাশি নতুন চারা বপন করতে না পারায় বিপাকে পড়েছেন পুলক ধাড়া,পিন্টু মন্ডলরা।
ইতিমধ্যেই ছত্রাক সংক্রমিত এই এলাকা উলুবেড়িয়া উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা পরির্দশন করে গেছেন। উদ্যান পালন দপ্তরের আধিকারিক গার্জেন মাজি জানান, “এটা একটা ছত্রাক ঘটিত রোগ। এই জীবাণুর নাম ডিপ্লকারসান রোজিয়া। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন হলে এহেন ছত্রাকের সমস্যা দেখা দেয়। বিগত তিন বছরে আমরা বাগানের এই সব এলাকায় ছত্রাকের সংক্রমণ দেখেছি। এই ছত্রাক সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে কি করণীয় তা লিফলেট করে পঞ্চায়েতের মাধ্যমে ফুলচাষিদের হাতে তুলে দেওয়া হবে।”
বিগত তিন বছর ধরে বাগনানের ফুলচাষীরা গোলাপ চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন । এই ক্ষতির খানিক ক্ষতিপূরণের আশায় তারা দাবি করে, শস্য বীমার মতো ফুল চাষকেও বীমার আওতায় আনার। আর কদিন পরই ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স-ডে। গোলাপ ফুল ছাড়া এই দিনটি অসম্পূর্ণ। তবে ছত্রাকের আক্রমণে ফুল নষ্ট হয়ে যাওয়ায় ভ্যালেন্টাইন্স-ডের দিন বাজারে যে গোলাপের ঘাটতি পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
More Stories
OPTICALILLUSION: এই ধাঁধা কেবল জিনিয়াসদের জন্য, ৩০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করুন দুটি ছবির ৩ টি ফারাক
OPTICAL ILLUSION: বিচক্ষণ পর্যবেক্ষণ শক্তি প্রয়োগ করে ছবি দুটি থেকে ৬০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করে দেখান
Optical Illusion: শার্লোক হোমস বা ব্যোমকেশ বক্সীর মত দৃষ্টিশক্তি আপনাদের, তা হলে ৪৫ সেকেন্ডে নিচের ছবি দুটির মধ্যে তিনটি পার্থক্য খুঁজে বের করুন