Home » ফের দুর্ঘটনায় মৃত্যু ধুপগুড়িতে

ফের দুর্ঘটনায় মৃত্যু ধুপগুড়িতে

সময় কলকাতা ডেস্কঃ ফের দুর্ঘটনায় মৃত্যু ধুপগুড়িতে । সোমবার গভীর রাতে ধুপগুড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডে অবস্থিত ধূপগুড়ি ফালাকাটা রাজ্য সড়কের ঘটনাটি ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । মৃত ব্যক্তির নাম উত্তম দত্ত, বয়স ৪৫, বাড়ি কলেজপাড়া এলাকায় ।

জানা গেছে রবিবার রাতে, তিনি রাজ্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন, সে সময় আচমকাই একটি পিকআপ ভ্যান ফালাকাটা থেকে ধূপগুড়ি আসার সময় কলেজপাড়া এলাকায় তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু ঘটে উত্তম দত্ত নামে ঐ ব্যক্তির ।পরে ঘাতক গাড়িটি দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে । এরপর কয়েকজন এলাকাবাসী থানায় যান । রাতে পুলিশ হাসপাতাল পৌঁছালে সেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা ।

About Post Author