Home » পরিবেশরক্ষায় সচেতন করতে দুচাকায় পৃথিবী ঘুরছেন প্রদীপ

পরিবেশরক্ষায় সচেতন করতে দুচাকায় পৃথিবী ঘুরছেন প্রদীপ

শ্যাম বিশ্বাস, বসিরহাট :

বছর উনিশের স্নাতক স্তরের ছাত্র ও পরিবেশবান্ধব প্রদীপ সিংহ যেন আরেক রামনাথ বিশ্বাস। অধুনা বাংলাদেশের সিলেটের রামনাথ বিশ্বাস তিন দফায় সাইকেলে গোটা পৃথিবী চষে বেড়িয়েছিলেন।উত্তর প্রদেশের প্রদীপ সিংহও পৃথিবী পরিক্রমায় বেরিয়েছেন।আপাতত গত দুমাস ধরে সারা ভারত ঘুরছেন তিনি। বিশ্ব উষ্ণায়ন থেকে আর পরিবেশের ভারসাম্য নষ্ট করার বিষয় থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে তাঁর অভিযান। পরিবেশ সচেতনতায় সঙ্গী তাঁর সাইকেল।ফলে গাজীপুরের সাইকেল আরোহী প্রদীপের মধ্যে আরেক রামনাথ বিশ্বাস কে দেখতে পাচ্ছে দেশ ও বিশ্ব। রামনাথের দুচোখে শুধুই স্বপ্ন -পৃথিবীর পরিবেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানো।


ফাহিয়েন, হিউয়েন সাং বা ইবন বতুতা বা ট্যাভারনিয়ার দেশ ভ্রমণ করতেন তথ্য সংগ্রহ করতে। রামনাথ বিশ্বাস সহ পরবর্তী সময়ের ভূপরিব্রাজক ও যেন ছিলেন সাংবাদিক।অধুনা বিশ্ব ভ্রমণের লক্ষ্য নিয়ে সাইকেলে ছুটে চলা প্রদীপ সিংহ এঁদের চেয়ে একদমই আলাদা। মূলত বিশ্ব উষ্ণায়ন রুখতে সাইকেল ভ্রমণের মধ্যে দিয়ে আন্তর্জাতিক বার্তা দিতে চেয়েছেন উত্তরপ্রদেশের যুবক প্রদীপ সিংহ । পড়েছেন, শিক্ষকদের কাছে জেনেছেন কিভাবে বিশ্ব উষ্ণায়ন দিনে দিনে গ্রাস করছে সারা পৃথিবী কে ।ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস রুখতে নদীদূষণ রুখতে আর পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলা রাখতে ভাবতে শুরু করেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র প্রদীপ।বিশ্ব উষ্ণায়ন রোধ সহ প্রকৃতিকে বাঁচানো  লক্ষ্যে সচেতনতার বার্তা দিতে তিনি এবার পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বেরিয়ে পড়েছেন পথে। সাইকেলকে বন্ধু করে আন্তর্জাতিক স্তরে সচেতনতা বার্তা দিতে গত ১৬ ডিসেম্বর গাজীপুর থেকে পথচলা শুরু তাঁর।নেপাল ভুটান হয়ে ঝাড়খান্ড বিহার উড়িষ্যা হয়ে জল জঙ্গলের দেশ সুন্দরবনে পৌঁছেছেন প্রদীপ। উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বিভিন্ন গ্রাম ঘুরে ম্যানগ্রোভ নিধন  কতটা ক্ষতি বোঝাচ্ছেন তিনি।বিশ্ব উষ্ণায়ন নিয়েও সচেতনতার বার্তা দিচ্ছেন। অন্যদিকে নদী দূষণ রুখতে বিভিন্ন প্লাস্টিক আবর্জনা দূষিত জিনিস যেন নদীতে না কেউ ফেলে তাও বোঝাচ্ছেন তরুণ প্রদীপ।পৃথিবীকে বাঁচাতে প্রচুর পরিমাণে গাছ লাগানোর পরামর্শ  পরিবেশের বন্ধু প্রদীপ সিংহের।

‘চরৈবতি’  – পথ চলার মন্ত্র নিয়ে এবার কাশ্মীরের লাদাখ থেকে ভারতের দক্ষিণের কন্যাকুমারিকা চষে ফেলবেন তিনি।তারপরে বিশ্বভ্রমণের রাস্তায় সাইকেলে পথ চলা শুরু হবে তাঁর।তাঁর চোখে একটাই স্বপ্ন -মানুষ সচেতন হোক। একটাই আশাবাদ -মানুষ যেন নিজের হাতে পৃথিবীকে ধ্বংস না করে। মানুষই যেন গড়ে তোলে পৃথিবীকে। তাই পরিবেশ বাঁচানোর বার্তা দিতে তাঁর দু চাকায় বিশ্বভ্রমণ।।

About Post Author