সময় কলকাতা ডেস্ক : বিদ্যুৎের খুঁটি থেকে দেদার বিদ্যুৎ চুরির অভিযোগ।চুরি রুখতে গিয়ে মারধরের শিকার হন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও কর্মীরা৷ শান্তিনিকেতনের মনমোহনপুর গ্রামের এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ, এই গ্রামের বাসিন্দারা রাস্তার বিদ্যুৎের তার থেকে হুক করে বিদ্যুৎ চুরি করছিল। সেই খবর পেয়ে ততক্ষণাৎ চুরি আটকাতে অভিযান চালায় শান্তিনিকেতন শাখার বিদ্যুৎ বন্টন পর্যদের আধিকারিকরা।তারা সেখানে পোঁছালে তাদের ওপর চড়াও হয় গ্রামবাসীরা। তাদের দুটি গাড়ি ভাঙচুর করার পাশাপাশি, তাদের দিকে ইঁট ছুড়তে থাকে গ্রামবাসীরা৷ ইঁটের আঘাতে জখম হন বিদ্যুৎ দপ্তরের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল গফফর সহ ৫ জন৷
খবর পেয়ে, শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎদপ্তরের কর্মী ও আধিকারিকদের উদ্ধার করে।এরপর, তাদের চিকিৎসার জন্য বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বিদ্যুৎ দপ্তরের বোলপুর সাব ডিভিশন অফিসার পরিমল সরকার বলেন, “অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। সেটা আমাদের চোখে পড়ে গেলে আমরা লাইন কাটতে যাই। তাতে করে গ্রামবাসীরা আমাদের বাধা দিতে আসে।তারা আমাদের গাড়ি ভাঙচুর করে৷ আমাদের মারধরও করে। আমাদের অনেক সহকর্মী আহত হয়েছে।তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার ফলে, আমরা ভীষন আতঙ্কে আছি।”
More Stories
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফুলচাষে ফুলেফেঁপে উঠছেন পূর্বস্থলীর পুষ্প-ব্যবসায়ীরা
ফের ট্রেন দুর্ঘটনা! লরির সঙ্গে সংঘর্ষ উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেসের