Home » করোনাবিধি মেনে রক্তদান, বস্ত্রদান ও স্বাস্থ্য পরীক্ষা বীরভূমের রাজগ্রামে

করোনাবিধি মেনে রক্তদান, বস্ত্রদান ও স্বাস্থ্য পরীক্ষা বীরভূমের রাজগ্রামে

সময় কলকাতা, অমলেন্দু মন্ডল:

বীরভূমের মুরারই থানার রাজগ্রাম আজাদ হিন্দ সংঘ প্রতি বছরের মতো এবারও তাদের বাৎসরিক অনুষ্ঠানে আয়োজন করেন রক্তদান, বস্ত্রদান ও স্বাস্থ্য পরীক্ষার। বেশ কিছুদিন থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে রক্ত সংকট সে কথা মাথায় রেখেই ক্লাবের এই উদ্যোগ।

কোভিডকে উপেক্ষা করে মানুষ রক্তদান করেন। এদিনের অনুষ্ঠানে ৪৭২ জনকে বস্ত্র দান করা হয়। এছাড়াও চক্ষু পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।

বুধবার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধক্ষ্য প্রদীপ ভগত। ক্লাবের পতাকা উত্তোলন করেন রাজগ্রাম মহামায়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন মুরারই থানার ওসি বিপ্লব প্রামানিক, পঞ্চায়েত, উপপ্রধান নজফুল শেখ, সমাজসেবী মন্টেন মুন্সি সহ বহু বিশিষ্ট মানুষ। এদিনের রক্তদান শিবিরের রক্ত নিয়ে আসেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।

ক্লাবের সম্পাদক আবু সুফিয়ান জানান, ‘প্রতিবছর ক্লাবের পক্ষ থেকে এই বাৎসরিক অনুষ্ঠান করা হয়, করোনা বিধি মেনেই আমরা সব অনুষ্ঠান করেছি।’

About Post Author