Home » জানেন কি, ক্রিকেটারদের গোপন কথা : কার্তিকের স্ত্রীকে ছক্কা মেরেছিলেন মুরলী বিজয় ?

জানেন কি, ক্রিকেটারদের গোপন কথা : কার্তিকের স্ত্রীকে ছক্কা মেরেছিলেন মুরলী বিজয় ?

সময় কলকাতা ডেস্ক :   একটি মজার প্রবাদ আছে, স্ত্রী ভাগ্যে ধনলাভ আর বন্ধুভাগ্যে পুত্রলাভ। ক্রিকেটার দীনেশ কার্তিকের বেলায় স্ত্রী ভাগ্যে ধনলাভ হয়েছিল কিনা তা জানা না গেলেও তাঁর স্ত্রী নিকিতা বানজারা কার্তিকের বন্ধুভাগ্যে প্রথম সন্তান লাভ হয়েছিল।

দশ বছর আগেকার কথা, বিজয়হাজারে ট্রফির খেলা চলছিল তামিলনাড়ুর সঙ্গে কর্নাটকের। তার বেশ কিছু আগেই তামিলনাড়ুর ড্রেসিংরুমে  এক অন্য খেলা শুরু হয়েছিল।এই খেলার মুল চরিত্র তামিলনাড়ু তথা ভারতীয় দলের উইকেটরক্ষক দীনেশ কার্তিকের স্ত্রী নিকিতা বানজারা মজেছিলেন ভারতীয় ব্যাটিং তারকা মুরলী বিজয়ের মায়ায়। শুরুর দিকে দীনেশ কার্তিক এই লীলাখেলার কথা জানতেন না।আচমকাই কর্ণাটক ম্যাচে ড্রেসিংরুমে অন্তরঙ্গ অবস্থায় দুজনকে দেখে ফেলেন তিনি। খোঁজ নিয়ে কার্তিক জানতে পারেন যে বেশ কিছুদিন ধরেই আড়াল না রেখেই তাঁর পিঠের পেছনে চলছে মুরলী- নিকিতার প্রেমলীলা। দ্রুত বিবাহ-বিচ্ছেদের রাস্তায় হাঁটেন তিনি। নিকিতাও সেরকমই চাইছিলেন।নিকিতার ভাবনার শরিক ছিলেন মুরলী বিজয়ও।কারণ নদী সমুদ্রে মিশেছিল বহুআগেই।জল এতদূর গড়িয়েছিল যে ততদিনে মুরলী বিজয়ের ঘনিষ্ঠতার ফসল নিকিতা গর্ভে বহন করছেন।

নিকিতার সাথে কৈশোরের প্রেম এভাবে ‘প্রতারণা’র রূপ নেবে ভাবেন নি দীনেশ কার্তিক।২০০৭ সালে ২১ বছর বয়সী দীনেশ কার্তিক বাল্যকালের বান্ধবী নিকিতা বানজারাকে বিয়ে করেন।৫ ফুট ৪ ইঞ্চি লম্বা নিকিতার জন্ম মহারাষ্ট্রে ১৯৮৪ সালে।দুজনের বাবা ছিলেন বাল্যবন্ধু। বিয়ের বয়সে পৌঁছেই বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু ৫ বছরের মধ্যে তাঁদের দাম্পত্য জীবনে ফাটল ধরে। ড্রেসিংরুমের কাহিনী জানাজানি হতেই বিবাহবিচ্ছেদ ঘটার কিছুদিনের মধ্যে এক পুত্রসন্তানের জন্ম দেন নিকিতা। ত্রিকোণ প্রেমের অন্যতম চরিত্র মুরলী বিজয় কার্তিকের  প্রাক্তন পত্নী নিকিতাকে বিয়ে করার পরে তাঁদের আরও দুটি সন্তান জন্ম নেয় ।

ত্রিকোণ প্রেম -বিবাহ বিচ্ছেদ- বিবাহ নিয়ে এত ঘটনার ঘনঘটার পরেও তামিলনাড়ুর দুই তারকা একসাথে খেলেছিলেন। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ভারতের হয়ে সতীর্থ ছিলেন দুই মেরুতে অবস্থান করা দীনেশ কার্তিক ও মুরলী বিজয়। তবে তাঁদের মধ্যে বাক্যালাপ বা যোগাযোগ ছিল না।


৩৬ বছর বয়সী দীনেশ কার্তিক পরবর্তীতে ২০১৫ সালে ভারতের আন্তর্জাতিক স্কোয়াস তারকা দীপিকা পাল্লিকালকে বিয়ে করেন। ৩৭টি বসন্ত পার করে আসা মুরলী বিজয় ৬১টি টেস্টম্যাচ খেললেও এক দিবসীয় ম্যাচ বা টি টোয়েন্টি ম্যাচ খুব বেশি খেলেন নি।তাঁকে মারকুটে ব্যাটসম্যান হিসেবেও সে অর্থে গণ্য করা হয় না।অন্যদিকে,মাত্ৰ ২৬ টি টেস্ট খেললেও অন্য দুটি ফরম্যাটে ভারতের হয়ে শতাধিক সীমিত ওভারের ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক।দুটি একদিবসীয় ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া কার্তিককে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা মনে রাখবেন টি টোয়েন্টি টুর্নামেন্ট নিদাস ট্রফির ফাইনালে তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের জন্য।২০১৮ সালের সেদিন ৮ বলে অপরাজিত ২৮ রান করে কার্যত একার হাতে বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনেন ছয় ও চারের বন্যায়। কিন্তু বাস্তব জীবনে নিকিতাকে নিয়ে গড়া তাঁর পরিবারে ভাঙ্গন ধরিয়ে সপাটে ছয় মেরে ত্রিকোণ প্রেমের লড়াই জিতে নেন মুরলী বিজয়। একই নারীকে দুই সতীর্থ আন্তর্জাতিক ক্রিকেটারের বিয়ে করার ঘটনা ক্রিকেট-ইতিহাসে বেনজির। প্রেম আর ‘বিশ্বাসঘাতকতা’ যেন মিশে আছে এই ত্রিকোণ প্রেমের কাহিনীতে ।।

About Post Author