Home » কলাপাতার মাস্কে করোনা রুখতে গিয়ে পুলিশের জালে

কলাপাতার মাস্কে করোনা রুখতে গিয়ে পুলিশের জালে

কলাপাতার মাস্কে করোনা রুখতে গিয়ে পুলিশের জালে

রাজ্যে জুড়ে করোনার গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। ফলে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসনও। করোনাকে রোখার জন্য একমাত্র উপায় হল সচেতনতা, মাস্ক পড়া ও স্যানিটাইজার ব্যবহার। কিন্তু বৃহস্পতিবার সকালে ঘটল এক বিরলতম ঘটনা। মাস্ক পড়ার পরও গ্রেপ্তার হল এক  প্রৌঢ়।কিন্তু কেন গ্রেফতার হলেন ওই প্রৌঢ? শুনলে পরে আপনিও তাজ্জব বনে যাবেন।মজার ঘটনা হল এদিন ওই প্রৌঢ় সকালে করোনা থেকে বাঁচতে মাস্কের বিকল্প হিসাবে কলাপাতা মুখে বেঁধে বাড়িতে থেকে বের হন।এই দেখে করোনা লজ্জায় পালিয়েছিল কিনা জানা নেই ! কিন্তু পুলিশ তাকে তার ওই অদ্ভুত কীর্তির জন্য গ্রেপ্তার করে।

করোনা থেকে বাঁচতে  N 95 থেকে শুরু করে, সার্জিকাল মাস্ক এমনকি কাপড়ের বিভিন্ন রং বেরঙের মাস্কও পড়তে দেখা যায় অনেককে। তবে,  ‘প্রকৃতিকে কাজে লাগিয়ে এমন মাস্কের’ ব্যবহার এই প্রথম দেখা গেল।পুলিশ দাদারাও বোধ হয় প্রথমে একটু অবাকই হয়েছিলেন ওই প্রৌঢ়ের প্রকৃতি প্রেম দেখে।

বৃহস্পতিবার, সকালে ঘটনাটি ঘটেছে, ,দক্ষিণ ২৪পরগনার জীবনতলা বাজার এলাকায়। এদিন সকালে  জীবনতলা থানার পুলিশ করোনা সচেতনতার প্রচার করছিলেন। থানা এলাকার বিভিন্ন মোড়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং, মাস্ক প্রদানের কাজ করছিলেন তারা।পাশাপাশি, করোনা বিধি না মানাদের বিরুদ্ধেও কড়া  ব্যবস্থাও নিচ্ছিলেন জীবনতলা থানার পুলিশ।ফলে, হঠাৎ করেই পুলিশের হাত থেকে বাঁচতে অভিনব উদ্যোগ নেন ওই প্রৌঢ়।মাস্কের জায়গায় মুখে কলাপাতা সাঁটিয়ে  ঘুরছিলেন ওই ব্যক্তি। যা দেখে পুলিশ আধিকারিকদের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয়েছিল।

About Post Author