Home » দুর্ঘটনা এড়াতে নতুন উদ্যোগ ‘মা’ ফ্লাইওভার জাল দিয়ে ঘেরার পরিকল্পনা

দুর্ঘটনা এড়াতে নতুন উদ্যোগ ‘মা’ ফ্লাইওভার জাল দিয়ে ঘেরার পরিকল্পনা

দুর্ঘটনা এড়াতে নতুন উদ্যোগ ‘মা’ ফ্লাইওভার জাল দিয়ে ঘেরার পরিকল্পনা

সময় কলকাতা ডেস্কঃ  দুর্ঘটনা এড়াতে মা ফ্লাইওভার নিয়ে এবার নতুন করে উদ্যোগ নিল কেএমডিএ।এবার মা ফ্লাইওভারে নেট বসানোর ভাবনা চিন্তা করছে কেএমডিএ। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে দ্বি-চাকার গাড়ি দুর্ঘটনা আটকাতে, সমগ্র মা ফ্লাইওভার জুড়ে নেট বসানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবই পুনর্বিবেচনা করার পরিকল্পনা করছে  কেএমডিএ।

বুধবার, কলকাতা পুলিশ পার্ক সার্কাস সেভেন-পয়েন্ট ক্রসিং থেকে পরমা আইল্যান্ড ক্রসিং পর্যন্ত মা ফ্লাইওভারের দুই পাশে নেট বসানোর জন্য কেএমডিএ-কে একটি প্রস্তাব পাঠায়। কেএমডিএ-এর সঙ্গে আলোচনার পরেই প্রস্তাবটি পাঠানো  হয়েছিল বলে জানা গেছে।কেএমডিএ এটি নতুন করে পর্যালোচনা করতে ফের আগ্রহ প্রকাশ করে।কেএমডিএ-এর একজন কর্মকর্তা জানিয়েছেন ইতিমধ্যেই একজন মন্ত্রীর সঙ্গেও এবিষয়ে কথা হয়েছে।

 

 

 

কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি অরিজিৎ সিনহা জানিয়েছেন,“আমরা তাদের অনুরোধ করেছি পুরো প্রসারিত অংশটিকে অতিরিক্ত তিন স্তরের তার দিয়ে ঢেকে দেওয়ার জন্য।পাশাপাশি, রেলিংয়ের কাছাকাছি নীচের অংশটিকে ঢেকে রাখতে হবে যাতে আরোহীদের পড়ে যাওয়ার সম্ভাবনা বন্ধ হয়। একইভাবে, স্থাপিত লোহার বারগুলি রাইডারদের সতর্ক করার জন্য রেট্রো-রিফ্লেক্টর দিয়ে মোড়ানো হতে পারে,”

 

এক পুলিশের অফিসারের কথায়, “বর্তমানে, ফ্লাইওভারের ৯০০ মিটার পর্যন্ত প্রসারিত মডেলটি ঘুড়ির স্ট্রিং দুর্ঘটনা প্রতিরোধে অত্যন্ত সফল হয়েছে।”

মা ফ্লাইওভারের উপর দুর্ঘটনা যেন এক নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।এক সপ্তাহের মধ্যে অন্তত পাঁচটি এই ধরনের দ্বি-চাকার গাড়ি দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে।করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এখনো অবধি মোট ২৭টি দুর্ঘটনার রিপোর্ট করা হয়েছে। সাইকেল ও বাইক আরোহীরা যাতে আর দুর্ঘটনার কবলে না পড়েন, তার জন্যই এহেন উদ্যোগ নেওয়া হয়েছে।

About Post Author