বিধ্বংসী অগ্নিকাণ্ড ডোমজুড়ে
সময় কলকাতা ডেস্ক : হাওড়ার ডোমজুড় থানা এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের রাজাপুর এলাকায় একটি থার্মোকল কারখানায়। কারখানায় ভিতরে দাহ্য পদার্থ বিপুল পরিমাণে মজুত থাকার কারণে আগুন বিধ্বংসী আকার ধারণ করে।
ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আরো বেশ কিছু ইঞ্জিনের প্রয়োজন হতে পারে বলে মনে করছেন দমকলের আধিকারিকরা।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কিনা তা স্পষ্ট ভাবে বোঝা না গেলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে দমকল সূত্রে খবর। বিপুল অঙ্কের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। ঘনবসতি পূর্ন এলাকায় কারখানাটি হওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্কের ছায়া পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
More Stories
কেবল জিনিয়াসরা পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে
শহরজুড়ে পারদ পতন, জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট
জম্মুতে এবছর সন্ত্রাসবাদের বলি ৪৬