Home » মারণ ভাইরাসের ভয়ানক চেহারা কারো অজানা নয়।

মারণ ভাইরাসের ভয়ানক চেহারা কারো অজানা নয়।

সময় কলকাতা ডেস্ক : মারণ ভাইরাসের ভয়ানক চেহারা কারো অজানা নয়। কোনভাবে আটকানো যাচ্ছে না মারণ ভাইরাসকে। স্বচ্ছন্দে থাবা বসিয়েছে চলেছে করোনা।শুক্রবারই দেশের দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল। তবে আজ একদিনে সামান্য কমেছে দেশের করোনা সংক্রমণ।

পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন। কিন্তু নতুন প্রজাতি ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েছে অনেকটাই। এই মুহূর্তে তা ১০ হাজার ৫০ জন। একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৮৮জন।

তথ্য অনুযায়ী, একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪২ হাজার ৬৭৮ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৩ হাজার ৩৬৫।
গোটা দেশের মধ্যে সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখানকার অবস্থা যথেষ্টই উদ্বেগজনক। তারপরই রয়েছে কর্ণাটক, কেরল, তামিলনাড়ু ও গুজরাট।

About Post Author