সময় কলকাতা ডেস্ক : হিংসা ও সংঘর্ষের ইতিহাসে লজ্জাজনক অধ্যায়ের জন্ম দিল ভাটপাড়া।দেশবরেণ্য বীরনায়ক সুভাষচন্দ্রের জন্মদিন পালনের অনুষ্ঠানে ছড়াল হিংসা।রাজনৈতিক সংঘর্ষ ও বোমা-গুলির মধ্যে দিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠল ভাটপাড়া।
নেতাজির জন্মদিনে নেতাজির জন্মদিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ভাটপাড়া।অভিযোগ, অর্জুন সিংহ নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গেলে তাঁকে বাধাদান করে তৃণমূল কর্মীরা। অর্জুন সিংহ ও অর্জুন সিংহের পুত্র পবন সিংহের সঙ্গে বিবাদের মধ্যে তৃণমূল বিজেপি সংঘর্ষ ও ইঁটবৃষ্টির ফাঁকে চলল গুলিও ।অর্জুন সিংহের দেহরক্ষীদের আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছুটে যেতে দেখা যায়।রবিবার সকালে ভাটপাড়া আবার ফিরল স্বমূর্তিতে।
২৩ জানুয়ারি দেশনায়ক সুভাষচন্দ্রের জন্মদিন পালন ও মাল্যদানকে ঘিরে কেন্দ্র করে অগ্নিগর্ভ ভাটপাড়ায় আবার অশান্তি ছড়ায়। আর একে ঘিরেই চলছে রাজনৈতিক চাপানউতোর। অর্জুন তথা বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। অভিযোগ,মাল্যদান করতে এসে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন অর্জুন সিংহ। পাল্টা তৃণমূলের অভিযোগ,অর্জুন সিংহ-ই উত্তেজনা ছড়িয়েছেন। তাঁকে গ্রেপ্তার করার দাবীও তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এদিন সকালে বাদানুবাদের মধ্যে মুহূর্তের মধ্যে রাজনৈতিক হিংসা বড় আকার নেয় ।দফায় দফায় চলে সংঘর্ষ। অর্জুন সিংহের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে ইঁট। এরমধ্যেই আচমকা গুলি চলার শব্দ পাওয়া যায়। সচকিত হয়ে ওঠে এলাকা।বিজেপি তৃণমূল সংঘর্ষের পরে উত্তপ্ত হয়ে ওঠা ঘটনাস্থলে বন্দুক উঁচিয়ে ছুটে যেতে দেখা যায় সাংসদ অর্জুন সিংহের নিরাপত্তারক্ষীদের।ভাটপাড়া থানার পুলিশ উপস্থিত থাকলেও সংখ্যায় ছিল কম। তৃণমূল কর্মীদের সাথে সাংসদ অর্জুন সিং ও তার ছেলে বিধায়ক পবন সিং-এর সাথে বচসা চলতে থাকে। অতঃপর বিরাট পুলিশ বাহিনী এসে অবস্থা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। ৱ্যাফ মোতায়েন করা হলেও এলাকায় রয়েছে উত্তেজনা।
বিগত কয়েকবছর ধরেই ভাটপাড়া হিংসার উপত্যকা হয়ে উঠেছে। বারেবারে রাজনৈতিক সংঘর্ষে খবরের শিরোনামে এসেছে ভাটপাড়া ।সুভাষচন্দ্রের জন্মদিন পালন ঘিরে সংঘর্ষে মেতে, গুলি-বোমাবাজির মধ্যে দিয়ে এবার নতুন এক লজ্জাজনক দৃষ্টান্ত স্থাপন করল ভাটপাড়া।।
More Stories
কেবল জিনিয়াসরা পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে
শহরজুড়ে পারদ পতন, জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট
জম্মুতে এবছর সন্ত্রাসবাদের বলি ৪৬