Home » দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ

দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ

সময় কলকাতা ডেস্কঃ কোনভাবেই রাশ টানা যাচ্ছে না করোনার। প্রতিদিন এই মারণ ভাইরাস ছাপিয়ে যাচ্ছে নিজের রেকর্ড নিজেই। ইতিমধ্যেই ৩ লাখের সীমানা পার করেছে এই ভাইরাস। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৫৩৩ জন। যা গত দিনের তুলনায় প্রায় ৪ হাজার ১৭১ জন বেশি। যার ফলে, পজিটিভিটি রেট গিয়ে ঠেকেছে ১৭.৭৮ শতাংশে।যা বাড়তি উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য দপ্তরের।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সুস্থ হয়েছেন ২লাখ ৫৯ হাজার ১৬৮ জন। তবে চিন্তার কারণ দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ৫২৫ জন।তবে, সব থেকে বেশি উদ্বেগ বাড়চ্ছে দেশে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা। দেশে এখনো পর্যন্ত অ্যাকটিভ কেসের সংখ্যা ২১ লাখ ৮৭ হাজার ২০৫ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি।

পাশাপাশি, রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা খানিকটা বাড়লেও, স্বস্তি দিচ্ছে পজিটিভিটি রেটের নিম্নগমন। রাজ্য স্বাস্থ্যদপ্তরে রিপোর্ট অনুযায়ী, এরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৯ হাজার ১৯১ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে ইতিমধ্যেই করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৩১৩ জন।রাজ্যের করোনা পজিটিভিটি রেট খানিকটা কমে দাঁড়িয়েছে ১১.৩৭ শতাংশ।যা আগের দিনের তুলনায় কম।

রাজ্যে স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে সবার আগে রয়েছে কলকাতা। একদিন ১ হাজার ৪৮৯ জন আক্রান্ত হয়েছেন কলকাতায়।এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা।গত ২৪ ঘণ্টায় এখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬০ জন।তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১ লক্ষ ২৩ হাজার ৬৫৭ জন। যা গতদিনের তুলনায় অনেকটাই কম।

About Post Author