সময় কলকাতা ডেস্কঃ মর্মান্তিক পথ দুর্ঘটনা দুর্গাপুরে। রবিবার ভোরে দুর্গাপুরের পান্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারি সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ইটভাটা মোড়ে দুর্ঘটনাটি ঘটে।বিয়ে বাড়ির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা মারে।পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের, আশঙ্কাজনক অবস্থায় আরো বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে একটি মারুতি ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে পেছন থেকে ধাক্কা মারে। সকালে কুয়াশা বৃষ্টির কারণে রাস্তা দৃশ্যমান না থাকায় এই দুর্ঘটনা বলে মনে করছেন দুর্গাপুর থানার পুলিশ। একটি বিয়ে বাড়ির গাড়ি সিউড়ি থেকে রূপনারায়ণপুরের দিকে যাওয়ার পথেই এই দুর্ঘটনা । ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের । পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই জনের নাম মৃদুলা দাস ও সিদ্ধার্থ রায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পান্ডবেশ্বর থানার পুলিশ, আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠান হয়। গাড়ি চালক সহ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে মহকুমা হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয় গাড়ির চালকের।
More Stories
পূর্বস্থলীর কৃষক আত্মহত্যার ঘটনা কিসের অশনি সংকেত?
প্রকাশ্যে মাংস কাটা : দৃশ্যদূষণ ও শিশুমনে প্রভাব উত্তরবঙ্গের জেলায়
দুদিনের বৃষ্টি সর্বনাশ ডেকে আনল পূর্ব বর্ধমানের চাষের