সময় কলকাতা ডেস্কঃ রাত্রের অন্ধকারে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরপর ১০ টি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হল । মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের দাঁড়িয়ে থাকা পরপর দশটি ১০২ অ্যাম্বুলেন্সের কাচ রাতের অন্ধকারে ভাংচুরের অভিযোগ উঠল কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১০২ আম্বুলেন্স মালিকদের দাবি রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ অ্যাম্বুলেন্স চালকরা এসে দেখতে পান তাদের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা পরপর দশটি ১০২ অ্যাম্বুলেন্স এর কাচ ভাঙ্গা । তারপর তারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসডিপি অমিও কুমার বেরা কে এই ঘটনার জানান । এরপর বহরমপুর থানায় খবর দেওয়া হয় ।
এই ঘটনার পর বিভাগীয় তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ, এমনটাই জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে । আম্বুলেন্স চালকরা জানিয়েছেন কিছুদিন আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ১০২ আম্বুলেন্স চালকদের সঙ্গে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের “মাতৃমা নিশ্চয়ই জানেন” অ্যাম্বুলেন্স চালকদের একটি বিবাদ তৈরি হয় । মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ১০২ আম্বুলেন্স চালকদের আশঙ্কা সেই বিবাদের জেরে “মাতৃমা নিশ্চয়জান” অ্যাম্বুলেন্স চালকরা তাদের অ্যাম্বুলেন্স ভাঙচুর করে থাকতে পারে । যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয় কে বা কারা অ্যাম্বুলেন্সের কাচ ভাঙচুর করেছে । ঘটনার পর থেকে চাপা উত্তেজনা রয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১০২ আম্বুলেন্স চালকদের মধ্যে ।
More Stories
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফের ট্রেন দুর্ঘটনা! লরির সঙ্গে সংঘর্ষ উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেসের
ষাঁড়ের গুঁতোয় প্রাণ গেল মার্কসবাদী নেতার