সময় কলকাতা ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের তিনটি এয়ারপোর্ট যথাক্রমে বালুরঘাট, মালদা ও কোচবিহার এয়ারপোর্ট চালু করবার বিষয়ে সিদ্ধান্তের কথা বলেছিলেন । কলকাতা ফিরে গিয়ে মুখ্যমন্ত্রী সেই উদ্যোগ গ্রহণও করেছিলেন । আর তার কিছুদিনের মধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা এসে তিনটি বিমানবন্দর পরিদর্শন করে যান । সূত্রের খবর , পরিদর্শনের পরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা মালদা বিমানবন্দরকে ছাড়পত্র না দিলেও বালুরঘাট টু কোচবিহার বিমানবন্দর কে ছাড়পত্র দিয়েছেন । আর এই খবর দক্ষিণ দিনাজপুর জেলায় পৌঁছাতেই আশায় বুক বাঁধতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল প্রত্যেকেই ।
দক্ষিণ দিনাজপুর থেকে সড়কপথে কিংবা রেলপথে কোন রোগীকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যেতে হলে কমপক্ষে ১০ ঘণ্টা সময় লাগে । কখনো কখনো তার বেশি সময়ও ব্যয় করতে হয় । বালুরঘাট এয়ারপোর্ট চালু হলে সেই সময় অনেকটাই কমে যাবে বলে আশা করছেন জেলাবাসী ।
পাশাপাশি সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এয়ারপোর্ট চালু হলে ব্যবসা-বাণিজ্যেরও উন্নয়ন হবে বলেই মনে করছেন ব্যবসায়ী মহল । দক্ষিণ দিনাজপুর থেকে আকাশপথে মেঘালয় তুরা বিমানবন্দরের দূরত্ব খুবই কম । সেই কারণে তুরা থেকে কলকাতা ভায়া বালুরঘাট বিমান পরিষেবা চালু হলে উত্তর-পূর্ব ভারতের সাথে পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ও অন্যান্য আদান-প্রদানেরও উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন বালুরঘাট বাসি তথা দক্ষিণ দিনাজপুর বাসি । এখন দেখার বিষয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ছাড়পত্র পাওয়ার পর কত তাড়াতাড়ি বালুরঘাট বিমানবন্দর চালু হয় । সেদিকেই তাকিয়ে বালুরঘাটের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল প্রত্যেকেই ।
More Stories
পাখি দেখায় বাদ সাধছে কচুরিপানা : প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মাঝিদের বিপন্নতা দূর করার উদ্যোগ
ঘুমন্ত স্বামীকে গলার নলি কেটে খুন করল স্ত্রী, নেপথ্যে কী কারণ? খোদ জানালেন অভিযুক্ত
বাংলাদেশের শিল্পীকে বয়কট : মধ্যমগ্রাম পরিবেশমেলায় রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক সামাজিক যোগাযোগ মাধ্যমে