Home » ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

সময় কলকাতা ডেস্ক : তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল জেলা সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হলদিয়ার ২২ নং ওয়ার্ডের ব্রজনাথচকে। অভিযোগ, ব্রজনাথচকের বাসিন্দা তৃণমূল কর্মী বাপন ভূঁইয়ার বাড়িতে শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মন্ডলের অনুগামীরা হামলা চালায় ও গাড়ি ভাঙচুর করে। এমনকি, রবিবার বাপন ভূঁইয়ার বাবা কঙ্কন ভূঁইয়া মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন সেই সময় দেবপ্রসাদ মন্ডলের অনুগামীরা তাকে ধরে মারধর করে। কঙ্কন ভূঁইয়াকে গুরুতর আহত অবস্থায় কলকাতায় ভর্তি করা হয়েছে। তার বাম চোখের অবস্থা খারাপ বলে জানান তার পরিবারের লোকেরা । তারা সমস্ত বিষয়টি দলের উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ।

তাদের বক্তব্য, দেবপ্রসাদ মন্ডলের মদতে এই ঘটনা ঘটিয়েছে তার অনুগামীরা । যার বিরুদ্ধে এই অভিযোগ সেই তৃণমূল সভাপতিকে বারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। তাই এই ঘটনায় তার কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায় নি। এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে কটাক্ষ করেছে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন ব্যানার্জি।

About Post Author