Home » সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক তরজা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক তরজা

সময় কলকাতা ডেস্ক : হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে কোক ওভেন প্লান্টের ‘গ্যাস হোল্ডার’ । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । শিল্পশহর দুর্গাপুরের এক সময়ের গর্ব দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানার কোক ওভেন প্লান্টের ‘গ্যাস হোল্ডার’ ভেঙে ফেলা হচ্ছে । আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । সত্তরের দশকে একটি লাভ জনক সংস্থা হিসাবে প্রথম সারিতেই ছিল দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড। এর আওতাভুক্ত কোক ওভেন প্লান্টটি কয়লা থেকে উৎপাদিত গ্যাস সরবরাহ করত দুর্গাপুর ইস্পাত কারখানা এবং পার্শ্ববর্তী কারখানাগুলিতে । শুধু তাই নয় পাইপ লাইনের মাধ্যমে ডোমেস্টিক গ্যাস হিসেবে সরবরাহ করা হত কলকাতা শহরেও । যা ব্যবহার করা হতো রান্নার কাজে । কারখানার সেই সুদিনের গল্প এখন অতীত। কালের নিয়মে এই কারখানা হারিয়েছে তার পুরোনো গৌরব।যথাযথ পরিকল্পনার অভাবে লাভজনক এই কারখানা রুগ্ন শিল্পে পরিনত হয়। বেশ কয়েক বছর ধরেই বন্ধ হয়েছে এই কারখানা। সংস্থা কারখানার যন্ত্রাংশগুলিও স্ক্রাব হিসাবে বিক্রি করছে।কারখানার যন্ত্রাংশগুলি ভাঙার সেই ছবিই ভাইরাল হয়েছে।

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জনসংযোগ আধিকারিক স্বগতা মিত্র জানান, সরকারি নিয়ম অনুযায়ী যন্ত্রাংশগুলি  স্ক্রাব করে দেওয়া হয়েছে । টেন্ডারে যে সংস্থা বেশি দাম দিয়েছিল সেই সংস্থাকে দেওয়া হয়েছে । এখন এগুলি আর ব্যবহার হয় না , তাই এগুলিকে বিক্রি করে যে অর্থ আসবে সংস্থার কাছে তাতে ডিপিএলের পুনর্জীবন সম্ভব । যদিও এই নিয়ে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা শুরু হয়েছে ।

About Post Author