সময় কলকাতা ডেস্ক : দিনে দুপুরে ডাকাতি! দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং বাজারে নকল টাকার বান্ডিল দিয়ে সোনার গহনা সহ সর্বস্ব লুট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনায় প্রতারিত হয়েছেন ক্যানিংয়ের এক মহিলা। ওই মহিলার নাম মাধবী মন্ডল। দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী সোনাখালীর বাসিন্দা তিনি। ওই মহিলা জানান, ক্যানিং বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতীর তাকে একটি নকল টাকার বান্ডিল দিয়ে সোনার গহনা সহ সর্বস্ব লুট করে পালিয়ে যায়। অসহায় ওই মহিলা ক্যানিং পুলিশের দ্বারস্থ হয়। ঘটনার তদন্তে নেমেছে ক্যানিং থানার পুলিশ।
More Stories
উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফুলচাষে ফুলেফেঁপে উঠছেন পূর্বস্থলীর পুষ্প-ব্যবসায়ীরা